Winter Flower Care: শীতে ছাদ বাগান সাজাতে ডালিয়ার জুরি মেলা ভার, এইভাবে পরিচর্যা করলে হবে দারুন ফুল

Last Updated:

দৃষ্টিনন্দন পাপড়ির বিন্যাস ও বর্ণ বৈচিত্র্যের জন্য ডালিয়া অত্যন্ত জনপ্রিয় ফুল। কোন‌ওটা এক রং আবার কোন‌ওটায় একাধিক রঙের মিশ্রণ। ডালিয়া মূলত আকারে বড় হলেও ছোট সাইজের ডালিয়াও পাওয়া যায়

+
title=

উত্তর ২৪ পরগনা: হেমন্তের পর শীতের আগমন। আর শীতকাল মানেই রকমারি রঙিন ফুলে সেজে ওঠে চারপাশ। ফুলপ্রেমীদের কাছে এটা বড় প্রিয় সময়। আর তাই তড়িঘড়ি শীতের গাছ তৈরিতে ব্যস্ত হয়ে ওঠেন অনেকেই। এই সময় নার্সারিতে বাগানপ্রেমীদের ভিড় লক্ষ্য করা যায়। শীতের জনপ্রিয় ফুল ডালিয়া। যদিও ডালিয়ার আদি বাসস্থান আমেরিকার মেক্সিকো শহর। বৃহৎ আকার ও আকর্ষণীয় রঙের কারণে শীতকালে আয়োজিত পুষ্প প্রদর্শনী থেকে শুরু করে মানুষের বাড়ির বাগান, এমনকি ছাদ বাগানেও শোভা পায় রকমারি ডালিয়া। কিন্তু কীভাবে পরিচর্যা করলে এই ডালিয়ার শোভা আরও বৃদ্ধি পাবে, কীভাবে ডালিয়া ফুল দিয়ে সাজাবেন ছাদ বাগান তা দেখুন।
দৃষ্টিনন্দন পাপড়ির বিন্যাস ও বর্ণ বৈচিত্র্যের জন্য ডালিয়া অত্যন্ত জনপ্রিয় ফুল। কোন‌ওটা এক রং আবার কোন‌ওটায় একাধিক রঙের মিশ্রণ। ডালিয়া মূলত আকারে বড় হলেও ছোট সাইজের ডালিয়াও পাওয়া যায়। ডালিয়ার চারাগাছ প্রতিস্থাপনের আদর্শ সময় নভেম্বর মাস। তবে এই ফুল গাছের সঠিক পরিচর্যা না হলে তা সহজেই নষ্ট হয়ে যেতে পারে।
advertisement
advertisement
ডালিয়া ফুলের পাতায় অনেক সময় ছত্রাক ঘটিত রোগ দেখা যায়। ডালিয়ার গাছে জাব পোকা, থ্রিপস ও মাকড়ের আক্রমণে বেশি ক্ষতি হয়। জাব পোকা ও থ্রিপস দমনের জন্য মাত্রানুযায়ী রাসায়নিক কীটনাশক জলের সঙ্গে মিশিয়ে সন্ধের সময় স্প্রে করতে হবে। ডালিয়া আদ্রতাপূর্ণ মাটি পছন্দ করে। এই গাছে মোটামুটি নিয়মিত জল দিতে হবে। তবে অবশ‍্যই খেয়াল রাখতে হবে যেন কোনভাবেই গাছের গোড়ায় জল না জমে। গাছের গোড়ায় জল জমলে গাছ নষ্ট হয়ে যাবে। চারা গাছ সংগ্রহের সময় রোগমুক্ত চারা নার্সারি থেকে নেবেন। অর্থাৎ সাধারণ কতগুলো বিষয় খেয়াল রাখতে পারলেই ছাদবাগান বা বাড়ির বাগান সর্বত্র সুন্দর ডালিয়া ফুল ফোটাতে পারবেন।
advertisement
জুলফিকার মোল্লা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Winter Flower Care: শীতে ছাদ বাগান সাজাতে ডালিয়ার জুরি মেলা ভার, এইভাবে পরিচর্যা করলে হবে দারুন ফুল
Next Article
advertisement
SSC-তে এ বছর হিন্দির শূন্যপদ কত জানেন? ভিনরাজ্যের পরীক্ষার্থীর এত ভিড় কেন, জানা গেল কারণ!
SSC-তে এ বছর হিন্দির শূন্যপদ কত জানেন? ভিনরাজ্যের পরীক্ষার্থীর এত ভিড় কেন, জানা গেল কারণ!
  • রাজ্যের এসএসসি পরীক্ষায় হিন্দি মাধ্যমের ২২৫১ শূন্যপদে ভিনরাজ্যের ৩০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন.

  • হিন্দি মাধ্যমের শূন্যপদ পূরণের জন্য ভিনরাজ্যের পরীক্ষার্থীদের ভিড় স্বাভাবিক বলে মনে করছেন কর্তৃপক্ষ.

  • হিন্দি মাধ্যমের শিক্ষক নিয়োগে ভিনরাজ্যের পরীক্ষার্থীদের অংশগ্রহণ নতুন বিতর্কের সৃষ্টি করেছে.

VIEW MORE
advertisement
advertisement