Jagadhatri Puja 2023: জগদ্ধাত্রী পুজোয় চমক 'মিনি চন্দননগরের', আয়োজন দেখলে তাক লেগে যাবে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
হাওড়ার 'মিনি চন্দননগরে' জগদ্ধাত্রী পুজো উপলক্ষে নানা থিমের মণ্ডপ, আলোকসজ্জার পাশাপাশি বিভিন্ন জায়গায় মেলা বসে। মূলত নবমী ও দশমী দুই'দিনে লাখো মানুষের সমাগম হয়
হাওড়া: জগদ্ধাত্রী পুজোয় সেজে উঠেছে ‘মিনি চন্দননগর’! হুগলির চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর জগতজোড়া নাম। এখানকার আলোকসজ্জা পৃথিবী বিখ্যাত। আলোকসজ্জার পাশাপাশি এখানে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে অত্যাধুনিক থিমের মণ্ডপও এখন চমকে দিচ্ছে সকলকে। তাই জগদ্ধাত্রী পুজোয় বাংলার মানুষের কাছে আর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে চন্দননগর। তবে এই মিনি চন্দননগর অবস্থিত হাওড়া জেলায়। এখানকার জগদ্ধাত্রী পুজো দিনে দিনে নজর কাড়ছে দর্শনার্থীদের।
আরও পড়ুন: নেশামুক্ত সমাজের লক্ষ্যে ফুটবল
হাওড়ার ‘মিনি চন্দননগরে’ জগদ্ধাত্রী পুজো উপলক্ষে নানা থিমের মণ্ডপ, আলোকসজ্জার পাশাপাশি বিভিন্ন জায়গায় মেলা বসে। মূলত নবমী ও দশমী দুই’দিনে লাখো মানুষের সমাগম হয়। বারোয়ারি পুজোর পাশাপাশি শতাব্দী প্রাচীন বনেদি বাড়ির পুজো আনুষ্ঠিত হয় গ্রামে। রঘুদেবপুর, বাসুদেবপুর, ঘোষালচক, বুড়িখালি এবং উলুবেড়িয়া পুরসভার দু’টি ওয়ার্ডে জমজমাট জগদ্ধাত্রী পুজো হয়। আর তাই এই এলাকাকে বলা হয় মিনি চন্দননগর।
advertisement
advertisement
ছয় থেকে সাত কিলোমিটার রাস্তার উপর প্রায় ৫০-৬০ টিরও বেশি জগদ্ধাত্রী পুজো হয়। পাঁচলা মোড় থেকে বাউড়িয়া স্টেশন পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা নবমী এবং দশমীর দিন ঠাসা থাকে মানুষের ভিড়ে। খুব বড় বাজেটের পুজো না হলেও একটি মণ্ডপ থেকে আরেকটি মণ্ডপের দূরত্ব থাকে বেশ কম। মণ্ডপগুলিতে নানান থিমের সাজ দর্শকদের ভীষণভাবে আকৃষ্ট করে। করোনা’র প্রভাবে দু’বছর পুজোর জৌলুস কম হলেও আবার পুরনো ছন্দে ফিরেছে হাওড়ার এই মিনি চন্দননগর। এই এলাকার বাসিন্দারা দুর্গাপুজোর থেকেও জগদ্ধাত্রী পুজোয় বেশি আনন্দ করেন। দূর দূরান্ত থেকে আত্মীয়-স্বজন এই সময় বাড়িতে ঘুরতে আসেন।
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2023 1:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja 2023: জগদ্ধাত্রী পুজোয় চমক 'মিনি চন্দননগরের', আয়োজন দেখলে তাক লেগে যাবে