Alipurduar News: নেশামুক্ত সমাজের লক্ষ্যে ফুটবল
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
আগামী বৃহস্পতি ও শুক্রবার এই দু'দিন ফুটবল প্রতিযোগিতা চলবে। এই প্রতিযোগিতায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের ১২ টি যৌথ বন সুরক্ষা কমিটির দল অংশগ্রহণ করবে
আলিপুরদুয়ার: স্থানীয় ফুটবল খেলোয়াদের উৎসাহ দিতে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে বন দফতর। এই প্রথমবার এমন আয়োজন বলে জানা গিয়েছে।
বন দফতরের সহায়তায় উত্তর লতাবাড়ি যৌথ বন সুরক্ষা কমিটির তরফে বিশ্বনাথপাড়া খয়েরবাড়ি ময়দানে দু’দিনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আগামী বৃহস্পতি ও শুক্রবার এই দু’দিন প্রতিযোগিতা চলবে। এই প্রতিযোগিতায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের ১২ টি যৌথ বন সুরক্ষা কমিটির দল অংশগ্রহণ করবে। এই বিষয়ে উত্তর লতাবাড়ি যৌথ বন সুরক্ষা কমিটির তরফে জানানো হয়, এই প্রতিযোগিতাকে বন সুরক্ষা কমিটি ও বন দফতরের মেল বন্ধন বলা চলে। এছাড়া বর্তমানে অনেক যুবকই নেশায় আসক্ত হয়ে পড়ছে। তাদের নেশার বদলে খেলায় আসক্ত করতে এই প্রয়াস। এছাড়াও এই প্রতিযোগিতার পাশাপাশি স্বনির্ভর দলের মহিলাদের হাতে তৈরি সামগ্রীর প্রদর্শনীও আয়োজিত হচ্ছে।
advertisement
advertisement
যৌথ বন সুরক্ষা কমিটির তরফে ঘনশ্যাম ছেত্রি জানান, আমাদের লক্ষ্য নেশামুক্ত সমাজ গড়ে তোলা। খেলাধুলো করলে ওদের মনটা গড়ে উঠবে।ভাল চিন্তা মনে আসবে। পরিবেশ রক্ষা করতে যুবরা এগিয়ে আসবে। এরপর দায়িত্ব তাদেরকেই নিতে হবে। ফুটবল প্রতিযোগিতার ভাবনা এখান থেকেই।হাতি ও অন্যান্য বন্যপ্রাণীর উৎপাতের কথা মাথায় রেখে উত্তর লতাবাড়ির ৩১৫ টি পরিবারকে সার্চ লাইটও দেওয়া হবে। সম্প্রতি বিশ্বনাথ পাড়ার সামনে থেকেই এক যুবকের দেহ উদ্ধার করেছিলেন বনকর্মীরা। বন্যপ্রাণীর হানায় মৃত্যু হয়েছিল ওই যুবকের বলে জানান হয়েছিল বন দফতরের তরফে।এছাড়াও এলাকায় প্রায়শই চলে আসে হাতি। যা প্রতিরোধ করতে আরও উদ্যোগ নেওয়া হবে।
advertisement
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2023 9:19 AM IST