যেখানে প্লাস্টিকের সাজানো গাছের দাম পড়ছে ২০০ থেকে ২৫০ টাকা, সেখানে প্রাকৃতিক গাছ কিনতে খরচ পড়ছে ১৫০ থেকে ২০০ টাকা। চলতি বছরে বড়দিনের ক্রিসমাস ট্রির জন্য ক্রেতাদের চাহিদা রয়েছে প্রাকৃতিক ক্রিসমাস ট্রির দিকে। এক্ষেত্রে বিগত কয়েকদিন বিভিন্ন নার্সারি ও গাছ বিক্রির দোকানে ক্রেতাদের চাহিদা ও আনাগোনা তুঙ্গে উঠেছে। প্লাস্টিকের ক্রিসমাস ট্রির বদলে বালুরঘাটের আমজনতা অধিকাংশই ঘুরেছে প্রাকৃতিক ক্রিসমাস ট্রির দিকে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধু তাই নয়, পাতাবাহারের বিভিন্ন ছোট গাছ এবং ঝাউ গাছ দেদার-বিক্রি হচ্ছে ক্রিসমাস ট্রি নামে। বড়দিনে ক্রিসমাস ট্রি সাজানোর প্রথা শুরু হয়। তাই বড়দিন আসতেই প্রতিটি বাড়িতে রংবেরঙের আলোর মালার সঙ্গে খেলনা, চকোলেট, ঘণ্টা সবই ঝুলিয়ে সাজানো হচ্ছে এই প্রাকৃতিক ক্রিসমাস ট্রি। চিরসবুজ এই ফার গাছ বিকোচ্ছে দেদার।
সুস্মিতা গোস্বামী





