TRENDING:

North Dinajpur News: ধোকরা তৈরির কারিগর ধোকরা গ্রাম! কীভাবে তৈরি হয় এই জিনিসটি? কোথায় এই গ্রাম?

Last Updated:

কারুকার্য করা সুপ্রাচীন ঐতিহ্যবাহী এই ধোকরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: টেরাকোটা গ্রামের কথা তো শুনেছেন কিন্তু কখনো ধোকরা গ্রামের কথা কি শুনেছেন? উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ধোকরা গ্রাম। এই গ্রামের পুরুষ, মহিলা সকলেই প্রতিটি বাড়িতে বাড়িতে তৈরি করে রংবেরঙের ধোকরা। এই বালাস গ্রামের সাধারণ মানুষ তপশিলি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বালাস গ্রামের গৃহবধূ তথা বাড়ীর মেয়ে পড়ুয়ারা মা দিদিমার সঙ্গে বাড়িতে বসেই ধোকরা বানিয়ে থাকেন।
advertisement

পাট ও সুতোর কারুকার্য করা সুপ্রাচীন ঐতিহ্যবাহী এই ধোকরা। এই ধোকরা শিল্পের উপর নির্ভর করে সংসার চলে বহু পরিবারের। এই ধোকরা মূলত হাতে বোনা পাটের চাটাই। তবে পাটের জিনিস যেমন খসখসে হয় এই ধোকরা তেমন নয়। এই ধোকরা দিয়ে শিল্পীরা ব্যাগ বা ছোট ছোট জিনিসও বানান। উত্তর দিনাজপুর জেলার বহু রাজবংশী সম্প্রদায় এর মহিলারা তাদের অবসর সময় পাট দিয়ে এই ধোকরা বানিয়ে থাকেন। তারপর সেই ধোকরায় বিভিন্ন ধরনের রঙিন সুতোর কারুকার্য করা হয়।

advertisement

আরও পড়ুন: ঘন্ট বা পালং পনির অনেক খেলেন এবার কুড়মুড়ে পালং পকোড়া খান! শীতের সন্ধে জমে ‌যাবে

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

একটি ধোকরা বা ম্যাট তৈরি করতে প্রায় ৩০০ থেকে ৩৫০ টাকা খরচ হয়। বাজারে বিক্রি হয় ৫০০ টাকার বেশি দামে। জমি থেকে পাট কেটে আঁশ ছাড়িয়ে সুতো বের করে ধোকরা জন্য দড়ি প্রস্তুত করা হয়, তারপর তৈরি হয় ঘর সাজানোর ধোকরা। এই ধোকরা দিয়ে সোফার কভার, বেড কভার এমনকি মেঝেতে বিছিয়ে দৈনন্দিন কাজকর্ম করা হয়। উত্তর দিনাজপুর জেলার বিখ্যাত সোমবারের ধনকোল হাটে গ্রামের মহিলারা গিয়ে ধোকরা বিক্রি করে থাকেন। কালিয়াগঞ্জ থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত এই ধোকরা গ্রাম। রং বেরঙের ধোকরা কিনতে হলে আপনিও চলে আসুন এই ধোকরা গ্রামে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: ধোকরা তৈরির কারিগর ধোকরা গ্রাম! কীভাবে তৈরি হয় এই জিনিসটি? কোথায় এই গ্রাম?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল