বনদফতর জানিয়েছে, নতুন অতিথিদের সুরক্ষার জন্য রাখা হয়েছে বিশেষ নজরদারি। যাতে মানুষের কৌতূহল কিংবা অন্য কোনও বিপদ তাদের জীবনে প্রভাব ফেলতে না পারে। এর আগেও উত্তরবঙ্গের বনভূমিতে আহত হয়েছিল এক হাতির ছানা। তাকে বনদফতরের কর্মীরা উদ্ধার করে দীর্ঘ চিকিৎসার পর সুস্থ করে তোলেন। সে এখন বনকর্মীদের আদরের সঙ্গী ‘যোদ্ধা’। বর্তমানে প্রতিদিন সে যোগ দিচ্ছে হাতির প্রশিক্ষণ কেন্দ্রে। তার খেলাধুলা ও খুনসুটি দেখে কর্মীরা যেমন আনন্দ পান, তেমনই পর্যটকদের কাছেও সে আকর্ষণের কেন্দ্রবিন্দু।
advertisement
আরও পড়ুনঃ বাইকে পেট্রোল ভরতে এসে ভয়ঙ্কর বিপদ! দাউদাউ করে জ্বলে উঠল আগুন, চোখের সামনে ছারখার
বনদফতরের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক গণনায় গরুমারা ও সংলগ্ন এলাকায় গণ্ডারের সংখ্যা দাঁড়িয়েছে ৬১। তবে সদ্য আগত দুই নতুন অতিথিদের এখনও সরকারি নথিভুক্ত করা হয়নি। গরুমারা ডিএফও দ্বিজ প্রতিম সেন জানান, “আমরা নজরদারিতে রেখেছি নতুন অতিথিদের। আমাদের এই জঙ্গলে সুরক্ষিত রয়েছে জীব জন্তুরা। বনকর্মীদের নজরদারির মধ্য বন্যপ্রাণের উপরে কোন আঘাত আনতে দেওয়া হবে না চোরা শিকারিদের।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আসন্ন এই পর্যটন মরশুমে তাই ডুয়ার্স ভ্রমণ যেন অন্য স্বাদ পেতে চলেছে। একদিকে বনের নতুন অতিথিদের দর্শন, অন্যদিকে হাতির পাঠশালায় ব্যস্ত ‘যোদ্ধা’ – প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের জন্য এর চেয়ে বড় উপহার আর কী-ই বা হতে পারে!