TRENDING:

ডুয়ার্সের জঙ্গল সাফারি হবে আরও রোমাঞ্চকর! গরুমারার জঙ্গলে দেখা মিলল নতুন অতিথিদের, দেরি না করে ঘুরে আসুন

Last Updated:

Gorumara National Park: আসন্ন পর্যটন মরশুমে ডুয়ার্স ভ্রমণ যেন অন্য স্বাদ পেতে চলেছে। একদিকে বনের নতুন অতিথিদের দর্শন, অন্যদিকে হাতির পাঠশালায় ব্যস্ত ‘যোদ্ধা’।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: প্রজনন ঋতুর শেষ হতে না হতেই ডুয়ার্সের জঙ্গলে বিরল সুখবর! ছোট্ট নতুন অতিথির আগমনে খুশির আমেজ ডুয়ার্সের জঙ্গলে। প্রজনন ঋতুর শেষলগ্নে বনকর্মীদের চোখে ধরা দিল এক অপূর্ব দৃশ্য। দু’জন ছোট্ট অতিথি, মায়ের সঙ্গে খেলা করতে করতে আপনমনে ঘুরে বেড়াচ্ছে জঙ্গলের পথে। দৃশ্যটা যেমন বনকর্মীদের মন ভরিয়ে দিয়েছে, তেমনই পর্যটকদের জন্যেও এক বড় চমক।
advertisement

আরও পড়ুনঃ নেশা করে বেহুঁশ দশা! হাতির করিডরেই শুয়ে শান্তির ঘুম, গভীর রাতে ধেয়ে আসল দাঁতালের দল, কী পরিণতি হল যুবকের?

বনদফতর জানিয়েছে, নতুন অতিথিদের সুরক্ষার জন্য রাখা হয়েছে বিশেষ নজরদারি। যাতে মানুষের কৌতূহল কিংবা অন্য কোনও বিপদ তাদের জীবনে প্রভাব ফেলতে না পারে। এর আগেও উত্তরবঙ্গের বনভূমিতে আহত হয়েছিল এক হাতির ছানা। তাকে বনদফতরের কর্মীরা উদ্ধার করে দীর্ঘ চিকিৎসার পর সুস্থ করে তোলেন। সে এখন বনকর্মীদের আদরের সঙ্গী ‘যোদ্ধা’। বর্তমানে প্রতিদিন সে যোগ দিচ্ছে হাতির প্রশিক্ষণ কেন্দ্রে। তার খেলাধুলা ও খুনসুটি দেখে কর্মীরা যেমন আনন্দ পান, তেমনই পর্যটকদের কাছেও সে আকর্ষণের কেন্দ্রবিন্দু।

advertisement

আরও পড়ুনঃ বাইকে পেট্রোল ভরতে এসে ভয়ঙ্কর বিপদ! দাউদাউ করে জ্বলে উঠল আগুন, চোখের সামনে ছারখার

View More

বনদফতরের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক গণনায় গরুমারা ও সংলগ্ন এলাকায় গণ্ডারের সংখ্যা দাঁড়িয়েছে ৬১। তবে সদ্য আগত দুই নতুন অতিথিদের এখনও সরকারি নথিভুক্ত করা হয়নি। গরুমারা ডিএফও দ্বিজ প্রতিম সেন জানান, “আমরা নজরদারিতে রেখেছি নতুন অতিথিদের। আমাদের এই জঙ্গলে সুরক্ষিত রয়েছে জীব জন্তুরা। বনকর্মীদের নজরদারির মধ্য বন্যপ্রাণের উপরে কোন আঘাত আনতে দেওয়া হবে না চোরা শিকারিদের।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

আসন্ন এই পর্যটন মরশুমে তাই ডুয়ার্স ভ্রমণ যেন অন্য স্বাদ পেতে চলেছে। একদিকে বনের নতুন অতিথিদের দর্শন, অন্যদিকে হাতির পাঠশালায় ব্যস্ত ‘যোদ্ধা’ – প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের জন্য এর চেয়ে বড় উপহার আর কী-ই বা হতে পারে!

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ডুয়ার্সের জঙ্গল সাফারি হবে আরও রোমাঞ্চকর! গরুমারার জঙ্গলে দেখা মিলল নতুন অতিথিদের, দেরি না করে ঘুরে আসুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল