নেশা করে বেহুঁশ দশা! হাতির করিডরেই শুয়ে শান্তির ঘুম, গভীর রাতে ধেয়ে আসল দাঁতালের দল, কী পরিণতি হল যুবকের?

Last Updated:
Alipurduar News: গতকাল গভীর রাতে তিতি নদীর ব্রিজে ঘুমিয়ে ছিলেন এক যুবক। সেই সময় নিকটবর্তী জঙ্গলে ছিল হাতির দল। কীভাবে প্রাণরক্ষা পেল যুবকের? জানুন...
1/5
মাদারিহাট, অনন্যা দে: হাতির করিডোরে বেঘোরে ঘুম এক যুবকের। জঙ্গলে সেই সময় দেখা যাচ্ছিল একপাল হাতির উপস্থিতি। হাতি যাতে লোকালয়ে প্রবেশ করে তান্ডব না চালায় তাঁর জন্য বনকর্মীরা উপস্থিত হয়েছিলেন।ঘুমন্ত যুবককে দেখে তাদের চক্ষু চড়ক গাছ।
মাদারিহাট, আলিপুরদুয়ার, অনন্যা দে: হাতির করিডরে বেঘোরে ঘুম দিচ্ছিলেন এক যুবক। জঙ্গলে সেই সময় দেখা মেলে একপাল দাঁতালের। হাতি যাতে লোকালয়ে প্রবেশ করে তাণ্ডব না চালায় তার জন্য বনকর্মীরা উপস্থিত হয়েছিলেন সেখানে। ঘুমন্ত যুবককে দেখে তাঁদের চক্ষু চড়ক গাছ।
advertisement
2/5
ঘটনাটি টোটোপাড়াগামী রাস্তার জামতলার। গতকাল গভীর রাতে এই এলাকার তিতি নদীর ব্রিজে ঘুমিয়ে থাকতে দেখা যায় এক যুবককে। সে সময় নিকটবর্তী জঙ্গলে ছিল হাতির দল। কোনও ক্রমে যুবককে পাঁজাকোল করে উঠিয়ে সরিয়ে নিয়ে যায় বনকর্মীরা।
ঘটনাটি আলিপুরদুয়ারের টোটোপাড়াগামী রাস্তার জামতলার। গতকাল গভীর রাতে এই এলাকার তিতি নদীর ব্রিজে ঘুমিয়ে থাকতে দেখা যায় এক যুবককে। সে সময় নিকটবর্তী জঙ্গলে ছিল হাতির দল। কোনও ক্রমে যুবককে পাঁজাকোলা করে উঠিয়ে সরিয়ে নিয়ে যায় বনকর্মীরা। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
advertisement
3/5
যুবকের নাম সেলিম আনসারি। পেশায় ঝালমুড়ি বিক্রেতা সে। গতকাল হান্টাপাড়া এলাকায় এক অনুষ্ঠানে ঝালমুড়ি বিক্রি করতে গিয়েছিল সে। সন্ধ্যায় মাদারিহাটে ফেরার পথে নেশাগ্রস্ত অবস্থায় ব্রিজের ওপরে শুয়ে পড়ে।
যুবকের নাম সেলিম আনসারি। পেশায় ঝালমুড়ি বিক্রেতা সে। গতকাল হান্টাপাড়া এলাকায় এক অনুষ্ঠানে ঝালমুড়ি বিক্রি করতে গিয়েছিলেন তিনি। সন্ধ্যায় মাদারিহাটে ফেরার পথে নেশাগ্রস্ত অবস্থায় ব্রিজের উপরে শুয়ে পড়েন। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
advertisement
4/5
এই এলাকাটি রাত বাড়লেই হাতিদের মুক্তাঞ্চলে পরিণত হয়। গতকাল রাতেও বেরিয়ে এসেছিল জলদাপাড়া জঙ্গল থেকে হাতির দল। সেটি যাতে কোনও মতে লোকালয় প্রবেশ না করতে পারে তার জন্য পাহারা দিতে গিয়েছিলেন বন কর্মীরা। তখনই তারা যুবককে দেখতে পান।
এই এলাকাটি রাত বাড়লেই হাতিদের মুক্তাঞ্চলে পরিণত হয়। গতকাল রাতেও বেরিয়ে এসেছিল জলদাপাড়া জঙ্গল থেকে হাতির দল। সেটি যাতে কোনও মতে লোকালয় প্রবেশ না করতে পারে তার জন্য পাহারা দিতে গিয়েছিলেন বন কর্মীরা। তখনই তারা যুবককে দেখতে পান। (ছবি ও তথ্যঃ অনন্যা দে))
advertisement
5/5
যুবকের ঘুম ভাঙাতে গিয়ে কালঘাম ছুটে যায় বনকর্মীদের। ঘুম ভাঙিয়ে দেওয়া হয়েছে দেখে ওই যুবক বনকর্মীদের যাচ্ছা তাই বলতে থাকে। হাতির থেকে বাঁচানোর জন্য ওই যুবককে কোলে তুলে গাড়িতে উঠিয়ে নেয় বন কর্মীরা।
যুবকের ঘুম ভাঙাতে গিয়ে কালঘাম ছুটে যায় বনকর্মীদের। ঘুম ভাঙিয়ে দিতেই ওই যুবক রেগে গিয়ে বনকর্মীদের কুকথা বলতে থাকেন। হাতির থেকে বাঁচানোর জন্য ওই যুবককে কোলে তুলে গাড়িতে উঠিয়ে নেয় বন কর্মীরা। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
advertisement
advertisement
advertisement