যুবতীর পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবতীকে দীর্ঘদিন থেকে উত্ত্যক্ত করত পার্শ্ববর্তী গ্রামের এক যুবক। বিষয়টি যুবকের পরিবারকে জানানো হয়। পাশাপাশি ওই যুবককেও ফোন করতে মানা করা হয়। যুবতীর পরিবারের অভিযোগ, ওই যুবককে বাধা দেওয়ায় রবিবার রাতের অন্ধকারে বাড়িতে এসে ছুরি দিয়ে হামলা চালায় যুবক। এরপর পালিয়ে যায় অভিযুক্ত।
advertisement
ঘটনায় জখম হয়েছে ওই যুবতী সহ পরিবারে অন্যান্য সদস্যরা। পাশাপাশি চিৎকার শুনে পাশের বাড়ির একজন এগিয়ে গেলে তার উপরও হামলা চালায় ওই যুবক। তড়িঘড়ি সকলকে উদ্ধার করে নিয়ে আসা যাওয়া হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। ওই যুবতী সহ পরিবারের আর দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে এলাকায় পৌঁছয় ধূপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী। যদিও খবর লেখা পর্যন্ত যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি।
— সুরজিৎ দে






