Sri Sathya Sai Sanjeevani Hospital: দেশের একমাত্র হাসপাতাল, চিকিৎসা থেকে রোগী-পরিবারের খাওয়াদাওয়া সব ফ্রি! হাসপাতালে নেই কোনও ক্যাশ কাউন্টার! শিশুদের জন্যও আশীর্বাদ এই হাসপাতাল
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Sri Sathya Sai Sanjeevani Hospital: এই হাসপাতালে একটিও ক্যাশ কাউন্টার নেই। শুধু তাই নয়, এখানে আসা রোগীদের এবং তাদের সঙ্গে আসা পরিবারের লোকদের খাবারও বিনামূল্যে দেওয়া হয়।
advertisement
advertisement
এই হাসপাতালটি হরিয়ানার পলওয়ালস্থিত বঘোলায় অবস্থিত। এই হাসপাতালের নাম শ্রী সত্য সাই সঞ্জীবনী হাসপাতাল (Sri Sathya Sai Sanjeevani Hospital)। এই হাসপাতালটি দিনদিন শিশুদের জন্য আশীর্বাদ বলে প্রমাণিত হচ্ছে। এই হাসপাতালে শুধুমাত্র অসুস্থ শিশুদের জন্য ওষুধ, চিকিৎসা, পরীক্ষা এবং সার্জারি সবই বিনামূল্যে প্রদান করা হয়।
advertisement
advertisement
advertisement
advertisement