জলপাইগুড়ি শহরের সিল্প সমিতি পাড়ার বাসিন্দা সৌরদীপ। বাবা পেশায় চপ বিক্রেতা। কোনও রকমে চলে সংসার। সৌরদীপ সোনাউল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র সে।
চার বছপর বয়স থেকেই তার ব্যাডমিন্টনের প্রতি ঝোঁক ছিল বলে জানায় তার বাবা। তার বাবাও তাকে বাধা দেননি এইখেলায়। বর্তমানে সৌরদ্বীপের বয়স ১৪ বছর।
আরও পড়ুন- ৯০ কেজি মুক্তোয় সেজে উঠছে শ্যামা মা, দিন-রাত এক করে খাটছে অনাথ আশ্রমের খুদেরা
advertisement
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে গত ৩১ অক্টোবরঅনুষ্ঠিত হয়রাজ্যস্তরের জুনিয়র বিভাগের ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। সেখানে অংশ নিয়েছিল রাজ্যের বিভিন্ন জেলার খেলোয়াড়রা।
খেলায় অংশ নিয়েছিল দুই বারের চ্যাম্পিয়ন জাতীয় স্তরের খেলোয়াড় সায়নদ্বীতিঘোষ। ফাইনালে সায়নদ্বীতিকে হারিয়ে সোনা জয় করেসৌরদ্বীপ।
সৌরদ্বীপের সাফল্যে অত্যন্ত খুশি তার বাবা এবং প্রতিবেশীরা।সৌরদ্বীপের বাবা দিলীপ সিং বলেন, আমি অত্যন্ত খুশি। বহুদিনের আশা পূর্ণ হল। ছেলে এমন একজন খেলোয়াড়কে হারিয়েছে যে জাতীয়স্তরের দুবারের চ্যাম্পিয়ন।
আরও পড়ুন- দেবী মনসার মাহাত্ম্যের গুণে পুণ্যার্থীদের ভিড় এই মাদপুরের প্রাচীন মন্দিরে
জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার তরফে এক সংবর্ধনা অনুষ্ঠানে বিধায়ক খগেশ্বর রায় জানান, এই ধরনের সাফল্য জলপাইগুড়ির পক্ষে অত্যন্ত আনন্দের খবর। যতটা সম্ভব পাশে থাকার চেষ্টা করা করব।
সুরজিৎ দে