Kali Puja 2023: ৯০ কেজি মুক্তোয় সেজে উঠছে শ্যামা মা, দিন-রাত এক করে খাটছে অনাথ আশ্রমের খুদেরা
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
Kali Puja 2023: ৯০ কেজি মুক্ত দিয়ে মা কালীর প্রতিমা তৈরি হচ্ছে হাবড়ায়। আর সেই প্রতিমার রূপ ফুটিয়ে তুলছেন স্থানীয় একটি হোমের কচিকাঁচারাই।
উত্তর ২৪ পরগনা: ৯০ কেজি মুক্ত দিয়ে মা কালীর প্রতিমা তৈরি হচ্ছে হাবড়ায়। আর সেই প্রতিমার রূপ ফুটিয়ে তুলছেন স্থানীয় একটি হোমের কচিকাঁচারাই। যদিও কচিকাচাদের পেছন থেকে পরিচালনা করছেন ইতিমধ্যেই সোনা রুপো ও হীরে দিয়ে প্রতিমা তৈরি করা শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার। ইতিমধ্যে বেশ অনেকটাই শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ আর কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ রূপ পাবে মুক্তোর শ্যামা মা। জানা গিয়েছে, প্রতিমায় ব্যবহৃত মুক্ত আসছে হায়দরাবাদ থেকে।
দেবী মায়ের গোটা শরীর থাকবে মুক্তখচিত। মাথার চুলের জন্য ব্যবহার করা হচ্ছে কালো রঙের মুক্ত। দেবীর বসনে থাকা বস্ত্র তৈরি হচ্ছে মুক্ত দিয়েই। তবে দেবীর মুখে যে মুক্ত ব্যবহার করা হচ্ছে তা বেশ দামি বলেই জানালেন শিল্পী। সচরাচর এই ধরনের মুক্ত কোনও অলংকারের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। পাশাপাশি ব্যবহার করা হচ্ছে সামুদ্রিক বিভিন্ন জিনিসপত্র। এই প্রতিমাটি ব্যারাকপুরের একটি পুজো কমিটির জন্য তৈরি করছেন বলেও জানান ইন্দ্রজিৎ বাবু।
advertisement
আরও পড়ুন-‘শয্যাসঙ্গী’ থেকে ব্যর্থ প্রেমিক! বলিউডের চিরকুমার সলমনের প্রেমিকার সংখ্যা শুনলে মাথা ঘুরে যাবে
advertisement
তিনি আরও জানান, তার সঙ্গে এই মূর্তি তৈরিতে কাজ করছেন বেসরকারি হোমের শিশুরাও। হোমের গণ্ডিতে আবদ্ধ না থেকে, তাদের মন ভাল রাখার জন্য ও শিল্পীসত্ত্বা বিকশিত করার লক্ষ্যে তাদেরকে এই প্রতিমা তৈরির কাজে উৎসাহ জোগাচ্ছেন ইন্দ্রজিৎবাবু। নিরাপত্তার জন্য গোটা স্টুডিও সিসিটিভি দিয়ে মোড়া রয়েছে বলেও জানিয়েছেন শিল্পী। হোমের শিশুরাও দেবী প্রতিমাকে এভাবে সাজিয়ে তুলতে পেরে খুশি ও আনন্দ পাচ্ছে। তবে শেষ পর্যন্ত কতটা সুন্দরভাবে এখন ফুটে ওঠে মায়ের রূপ, তা মানুষের দেখার পরই সামনে আসবে বলে মনে করেন এই শিল্পী।
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 07, 2023 7:29 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Kali Puja 2023: ৯০ কেজি মুক্তোয় সেজে উঠছে শ্যামা মা, দিন-রাত এক করে খাটছে অনাথ আশ্রমের খুদেরা