Ancient Temple: দেবী মনসার মাহাত্ম্যের গুণে পুণ্যার্থীদের ভিড় এই মাদপুরের প্রাচীন মন্দিরে
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Ancient Temple: প্রাচীন মাদপুরের মনসা মন্দিরকে কেন্দ্র করে রয়েছে নানা ইতিহাস, রয়েছে অগাধ কিংবদন্তি। মাদপুর মনসা দেবীর মাহাত্ম্যে, মন্দির আজ আড়ে বহরে বেড়েছে।
রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: খড়্গপুরের প্রাচীন অঞ্চল মাদপুরের মনসা মন্দিরকে কেন্দ্র করে রয়েছে নানা ইতিহাস, রয়েছে অগাধ কিংবদন্তি। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত মাদপুর। এই মাদপুরেই রয়েছে পুরনো এবং জাগ্রত মনসা দেবীর মন্দির। চারিদিক কারুকার্যময় পাঁচিল দিয়ে ঘেরা। ছোট্ট মন্দির আজ পরিপূর্ণ রূপ পেয়েছে।বছরে একটি নির্দিষ্ট সময়ে বড় পুজো হলেও সপ্তাহের শনি এবং মঙ্গলবার বেশ ভিড় জমে এই মন্দিরে। দূরদূরান্ত থেকে বহু ভক্ত মনস্কামনা পূরণে আসেন দেবীর কাছে।
খড়গপুর লোকাল থানার অন্তর্গত গোবিন্দনগর মৌজার মহিষা গ্রামে রয়েছে মনসা দেবীর মন্দির। অনেকে এই মন্দিরকে মাদপুরের মনসা দেবীর মন্দির বলেও ডাকেন। খড়গপুর থেকে হাওড়াগামী রেললাইনের পাশে মাদপুরের কাছে ফাঁকা মাঠে মনসাদেবীর অবস্থান। মাদপুরের এই মনসাদেবীর মন্দিরকে নিয়ে বহু অলৌকিক কাহিনি প্রচলিত রয়েছে।
প্রচলিত আছে, দেবীর কাছে মনস্কামনা জানালেও দেবী তা পূরণ করেন।আবার, অনেকে আসেন মানত পূরণ করতে। বহু প্রাচীন সময় থেকেই পূজিতা হয়ে আসছেন মাদপুরে দেবী মনসা। অতীতে এই অঞ্চলটি জঙ্গলে পরিপূর্ণ ছিল। যা মা মনসার জঙ্গল নামেই পরিচিত ছিল। প্রায় ৪০০ বছর আগে এই মহিষা গ্রামটি ছিল জমিদার যোগেশ্বর রায়ের তালুক। কথিত আছে, জমিদার জঙ্গল পরিষ্কার করে ওই অঞ্চলে দেবীর নিয়মিত পুজোর ব্যবস্থা করেন।বর্তমানে মা মনসার স্থান বলে যেখানে ভক্তরা পুজো করেন, সেখানে আগে ছিল এক বিরাট উইয়ের ঢিপি। কথিত আছে, ওই ঢিপির নীচে প্রচুর সাপ থাকত।
advertisement
advertisement
আজ আর সেখানে জঙ্গল নেই। নেই পুরোনো গাছগাছালিও। বর্তমানে, ওই উইয়ের ঢিপিকে কংক্রিটে মুড়ে দেওয়া হয়েছে। সেখানে তৈরি করা হয়েছে পদ্মফুল। এই পদ্মফুল দেবী মনসার প্রতীক।সকাল থেকে বহু ভক্তের ভিড় জমে এই মাদপুরের মনসাদেবীর মন্দিরে। এখানে দেবীকে নিজেকেই পুজো করতে হয়। কেউ কেউ আবার মনস্কামনা জানিয়ে প্রতিষ্ঠিত পুকুর থেকে দণ্ডি কেটে মায়ের মন্দিরে আসে।সব মিলিয়ে বছরে নির্দিষ্ট দিনের পাশাপাশি শনি এবং মঙ্গলবার বেশ ভিড় জমে মনসা দেবীর মন্দিরে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 07, 2023 7:32 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Ancient Temple: দেবী মনসার মাহাত্ম্যের গুণে পুণ্যার্থীদের ভিড় এই মাদপুরের প্রাচীন মন্দিরে
