জানা গিয়েছে, রবিবার রাতের অন্ধকার হতেই নামতেই প্রথম দুর্ঘটনাটি ঘটে মালব্লকের সাইলি চা বাগান এলাকার ৭১৭ নম্বর জাতীয় সড়কে। স্কুটিতে সাইলি হাটের দিকে যাচ্ছিলেন আলাদিন আনসারি (৩০)। ঠিক সেই সময় উল্টো দিক থেকে অতিরিক্ত গতিতে ছুটে আসা একটি ‘ম্যাজিক’ গাড়ি সজোরে ধাক্কা মারে তাঁর স্কুটিতে। ধাক্কাটি এতটাই প্রবল ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় আলাদিনের। দুর্ঘটনার পরেই পালিয়ে যায় ঘাতক গাড়িটি।খবর পেয়ে মাল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়।
advertisement
স্কুটিটি থানায় নিয়ে গিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে। মাল থানার আইসি সোম্যজিত মল্লিক জানান, ঘাতক গাড়িটিকে চিহ্নিত করতে চারিদিকে খোঁজ চলছে। অন্যদিকে আরেকটি দুর্ঘটনায় প্রাণ যায় সামসিং থেকে ফেরার পথে। মেটেলি ব্লকের বাতাবাড়ির বাসিন্দা সুমিত রায় (২৬) এবং তাঁর বন্ধু মল্লিক রায় বাইকে সামসিং ঘুরে ফিরছিলেন। ইংডং চা বাগান মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা দু’জনকেই মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেখান থেকে তাঁদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে পৌঁছলে চিকিৎসকরা সুমিতকে মৃত ঘোষণা করেন। মল্লিক রায় বর্তমানে সিসিইউতে ভর্তি, অবস্থাও উদ্বেগজনক। একদিনে দুই যুবকের অকাল মৃত্যুতে মালবাজার মহকুমায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। গ্রামাঞ্চলে অতিরিক্ত গতি, বেপরোয়া ড্রাইভিং এবং রাস্তাঘাটের সমস্যা আবারও এলাকাবাসীরা প্রশ্ন তুলছে নিরাপত্তা নিয়ে!






