TRENDING:

Flower Price: ভালবাসার 'ফুল' কাঁদিয়ে ছাড়বে! বিয়ের মরশুমে লাল গোলাপের দাম আকাশ ছোঁবে, আশঙ্কা বিক্রেতাদের

Last Updated:

Jalpaiguri Flower Price: বিয়ের মরশুমে জমজমাট জলপাইগুড়ির ফুলবাজার। কিন্তু অতিবৃষ্টিতে উৎপাদন কমেছে। ফলে দাম বৃদ্ধির আশঙ্কায় ভুগছেন সকলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: ভিন রাজ্যের গোলাপে ছেঁয়ে গিয়েছে বাজার। পাল্লা দিচ্ছে বাংলার গোলাপও। বিয়ের মরশুম এখন যেন রঙিন শীত জলপাইগুড়িতে। শীতের হাওয়া বইতেই জলপাইগুড়ির ফুলবাজারে ভিড় জমতে শুরু করেছে রঙিন রকমারি ফুলের। চন্দ্রমল্লিকা, গোলাপ, রজনীগন্ধা, শীতের প্রথম সপ্তাহেই একের পর এক ফুল এসে সাজিয়ে তুলছে বাজার। সামনে বিয়ের মরশুম, তাই স্বাভাবিকভাবেই বাড়ছে চাহিদা। তবে এই রঙিন ঋতুর মাঝেই বিক্রেতাদের মুখে খানিক চিন্তার ছাপ রয়েছে।
advertisement

ফুল ব্যবসায়ীদের কথায়, এ বছর বর্ষার শেষ দিকের অতিবৃষ্টিতে বিভিন্ন অঞ্চলের ফুলবাগানের ব্যপক ক্ষতি হয়েছে। বহু জায়গায় জমে থাকা জলে নষ্ট হয়ে গিয়েছে ফুলের চারা। ফলে ফুলের উৎপাদন হয়েছে কমে। এর সরাসরি প্রভাব পড়ছে আমদানিতে। কলকাতার আশপাশ থেকে শুরু করে নদিয়া, হুগলি, হাওড়া – সব জায়গা থেকেই এ বছর ফুল আসছে ঠিকই। তবে আগের তুলনায় খানিক কম পরিমাণে। অন্যদিকেই ভিন রাজ্য থেকেও ফুলের রমরমা। বেঙ্গালুরু গোলাপ কিংবা বেঙ্গালুরু জিপসির চাহিদা রয়েছে বাজারে।

advertisement

আরও পড়ুন : বাঘের হানায় ফের প্রাণ গেল মৎস্যজীবীর! নৌকায় বসে থাকার সময় হামলা, টানতে টানতে নিয়ে গেল জঙ্গলে

স্থানীয় এক ফুল ব্যবসায়ীর কথায়, “বর্ষার ক্ষতি এখন পুরো বাজারটাই টের পাচ্ছে। চন্দ্রমল্লিকার মতো ফুল তো চাহিদা বাড়লেই দাম উর্ধ্বমুখী হয়। এই মরশুমে সেটা আরও বাড়বে।” একই সুর অন্য বিক্রেতাদের মুখেও। বিয়ের মরশুমে সাধারণত চাহিদা বাড়ে গোলাপ ও রজনীগন্ধার মতো ফুলেরও। তাই এগুলির দামও যে বাড়বে, তা নিশ্চিত বলেই মনে করছেন তারা। ফুল বিক্রেতাদের অনুমান, মরশুমের চাহিদা পূরণে যদি আমদানি স্থিতিশীল না হয়, তবে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে বেশিরভাগ শীতকালীন ফুলের।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সংস্কারের দাবিতে পথ অবরোধ, আটকে পড়া লরি চালকদের জন্য খিচুড়ি রান্না গ্রামবাসীদের
আরও দেখুন

এতে চাপ পড়বে সাধারণ ক্রেতাদের উপরেও। তা সত্ত্বেও রঙিন ফুলে সাজানো বাজারের মধ্যেই উৎসবের আবহ ফুটে উঠেছে জলপাইগুড়িতে। বিয়ে থেকে পুজো, সব উৎসবেই ফুল অপরিহার্য। আর সেই ফুলের বাজার যদি মরশুমের শুরুতেই দাম বাড়ার বার্তা দেয়, তবে চিন্তা বাড়বেই। ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সবাই আশঙ্কার মধ্যেই রয়েছেন। তবে আশায় বুক বেঁধেছেন বিক্রেতারা। মরশুমের মধ্যভাগে আবহাওয়া অনুকূল থাকলে হয়তো বাজার কিছুটা স্বাভাবিক হবে বলেই তাঁরা মনে করছেন।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Flower Price: ভালবাসার 'ফুল' কাঁদিয়ে ছাড়বে! বিয়ের মরশুমে লাল গোলাপের দাম আকাশ ছোঁবে, আশঙ্কা বিক্রেতাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল