TRENDING:

Inspirational: শৈশবে বাবা মায়ের মৃত্যু, অনাথ ভাইবোনের দেখভাল করতে স্কুলছুট দাদার জীবন সংগ্রাম চোখে জল আনবে

Last Updated:

Inspirational: পুলিশ হয়ে দাদার স্বপ্ন সফল করতে মরিয়া বনবস্তির স্বপ্না। এখন সদ্য ১৮ ছোঁয়া দাদার মনে বোনের স্বপ্ন পূরণেরই আশা। ছোট থেকেই সেই ছেলের লড়ে যাওয়ার কাহিনি সিনেমার থেকে কোনও অংশেই কম নয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুরজিৎ দে, জলপাইগুড়ি: যেন সিনেমা। তবে কোনও চিত্রনাট্যের গল্প নয়। বরং রূঢ় বাস্তব। সংসার বাঁচাতে লেখাপড়া ছেড়ে আশৈশব ভাই বোনকে নিয়ে সংসার সামলাচ্ছেন দাদা। পুলিশ হয়ে দাদার স্বপ্ন সফল করতে মরিয়া বনবস্তির স্বপ্না। এখন সদ্য ১৮ ছোঁয়া দাদার মনে বোনের স্বপ্ন পূরণেরই আশা। ছোট থেকেই সেই ছেলের লড়ে যাওয়ার কাহিনি সিনেমার থেকে কোনও অংশেই কম নয়।
advertisement

গরুমারা জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত বুধুরাম বনবস্তি। সুবজ ঘেরা জঙ্গলের মাঝে মা, বাবা, ভাই বোনকে নিয়ে ভালই কাটছিল ছোট্ট আকাশের শৈশব। আচমকা বাবার অস্বাভাবিক মৃত্যু এবং তার পরেই মায়ের সংসার ছেড়ে চলে যাওয়া – এক লহমায় আকাশকে মানসিক ভাবে শৈশব থেকে যুবকে পরিণত করে দেয়।পরিস্থিতির চাপে বন্ধ হয়ে যায় আকাশের স্কুলের পড়া। তখন বয়স সবে দশ। ঘরে মা, বাবা হারানো খুদে ভাই বোন। দু’ বেলা দু’ মুঠো খাবারের জন্য যোগ দেয় বন বস্তিতে চলা বিভিন্ন কাজকর্মে, সেই থেকেই মানব সংসারে টিকে শুরু লড়াই।

advertisement

আরও পড়ুন : মাটি, পাথর নিয়ে চলবে গবেষণা! সর্বভারতীয় পরীক্ষায় চোখধাঁধাঁনো রেজাল্ট প্রত্যন্ত গ্রামের পড়ুয়ার

সেই সময় বনবিভাগের গীতাঞ্জলি প্রকল্পের আওতায় পাওয়া মাথা গোঁজার ঠাঁইয়ের এক কোণে বসে নবম শ্রেণীর নোট খাতার পাতা ওল্টায় আকাশের বোন স্বপ্না ওঁরাও। রঙ খেলায় মন নেই তার।

View More

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জেদ। স্বপ্নার জ্ঞান হওয়ার পর থেকেই দেখেছে দাদার লড়াই। নিজেও উপলব্ধি করে এই কঠিন সংগ্রামের যন্ত্রণা। তাই সে বড় হয়ে দাদার কষ্ট ঘোচাতে হতে চায় পুলিশ। ভবিষ্যতে পুলিশ কর্মী হয়ে দাদার কাঁধে হাত রাখতে মরিয়া স্বপ্না ওঁরাও। স্বপ্নাকে দেখে অনুপ্রেরণা পায় আরও শত শত স্বপ্না।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Inspirational: শৈশবে বাবা মায়ের মৃত্যু, অনাথ ভাইবোনের দেখভাল করতে স্কুলছুট দাদার জীবন সংগ্রাম চোখে জল আনবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল