JAM 2024: মাটি, পাথর নিয়ে চলবে গবেষণা! সর্বভারতীয় পরীক্ষায় চোখধাঁধাঁনো রেজাল্ট প্রত্যন্ত গ্রামের পড়ুয়ার
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
JAM 2024: সর্ব ভারতীয় জ্যাম পরীক্ষায় ৩৬ র্যাঙ্ক করে নজর কাড়ল প্রত্যন্ত বারবিশার পার্থপ্রতিম সাহা।শুভেচ্ছায় ভাসছেন তিনি।
অনন্যা দে, আলিপুরদুয়ার: সর্বভারতীয় জ্যাম পরীক্ষায় ৩৬ র্যাঙ্ক করে নজর কাড়লেন প্রত্যন্ত বারবিশার পার্থপ্রতিম সাহা।শুভেচ্ছায় ভাসছেন তিনি। সর্বভারতীয় জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স বা জ্যামে জিওলোজি বিভাগে ৩৬ র্যাঙ্ক করল কুমারগ্রাম ব্লকের বারবিশার দক্ষিণ রামপুরের বাসিন্দা পার্থপ্রতিম সাহা। এই খবরে খুশির হাওয়া বইছে এলাকায়।
জানা গিয়েছে, ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন পার্থপ্রতিম সাহা। তাঁর বাবা উত্তম সাহা স্থানীয় ব্যবসায়ী এবং মা অলোকা সাহা গৃহবধূ। ছেলের এই সাফল্যে তাঁরা খুব খুশি। আরও জানা গিয়েছে, পার্থপ্রতিম সাহা বর্তমানে গুয়াহাটির আর্য বিদ্যাপীঠ কলেজে জিওলজিতে অনার্স নিয়ে পড়াশোনা করছেন ।
আরও পড়ুন : ২৩৮ টি বার ঘায়েল হয়েও নির্বাচনের ময়দানে! ১৯৮৮ থেকে শুরু করে সবরকম ভোটে লড়ছেন এই টায়ার ব্যবসায়ী
আগামীদিনে আইআইটি থেকে এমএসসি করার পর গবেষণা এবং পোস্ট ডক্টরেট করে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ওএনজিসি-তে চাকরি করতে চান তিনি।
advertisement
advertisement
এই বিষয়ে পার্থপ্রতিম সাহা জানান, “আমাদের মতো প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের কাছে সুযোগ খুব কম থাকে। যতটুকু করেছি নিজের চেষ্টায়। আমরা অনলাইন পড়াশোনা করি। কারণ প্রশিক্ষণ দেওয়ার মত কিছু নেই।” প্রথমবার পরীক্ষায় সাফল্য পেয়েছেন পার্থপ্রতিম। গবেষণার কাজ তিনি চালিয়ে যেতে চান। মাটি, পাথর নিয়ে চলবে তাঁর গবেষণা।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2024 5:10 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
JAM 2024: মাটি, পাথর নিয়ে চলবে গবেষণা! সর্বভারতীয় পরীক্ষায় চোখধাঁধাঁনো রেজাল্ট প্রত্যন্ত গ্রামের পড়ুয়ার