Lok Sabha Election 2024: ২৩৮ টি বার ঘায়েল হয়েও নির্বাচনের ময়দানে! ১৯৮৮ থেকে শুরু করে সবরকম ভোটে লড়ছেন এই টায়ার ব্যবসায়ী

Last Updated:

Election King: বার বার হাসিঠাট্টার পাত্র হয়েছেন তিনি। কিন্তু হার মানেননি। দেখিয়ে দিতে চেয়েছেন সাধারণ মানুষের ক্ষমতার দৌড়। তবে তিনি কিন্তু জয়ের প্রত্যাশী নন। বলেছেন, ‘‘সকলেই নির্বাচনে জিততে চান। কিন্তু আমি চাই না। আমি হেরেই খুশি।’’

জয়ের প্রত্যাশী নন কে পদ্মরাজন
জয়ের প্রত্যাশী নন কে পদ্মরাজন
মেত্তুর : ২৩৮ টি বার ঘায়েল হয়েও তিনি থামেননি। এ বারও ভোটের ময়দানে লড়াই করবেন কে পদ্মরাজন। ৬৫ বছর বয়সি এই প্রৌঢ় এ বারও লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। টায়ার মেরামতি দোকানের এই মালিক গত ১৯৮৮ সাল থেকে তামিলনাড়ুতে নিজের শহর মেত্তুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বার বার হাসিঠাট্টার পাত্র হয়েছেন তিনি। কিন্তু হার মানেননি। দেখিয়ে দিতে চেয়েছেন সাধারণ মানুষের ক্ষমতার দৌড়।
তবে তিনি কিন্তু জয়ের প্রত্যাশী নন। বলেছেন, ‘‘সকলেই নির্বাচনে জিততে চান। কিন্তু আমি চাই না। আমি হেরেই খুশি।’’ কারণ তিনি মনে করেন নির্বাচনে জয় নয়। যোগদানই আসল। আসন্ন লোকসভা নির্বাচনে তিনি তামিলনাড়ুর ধর্মপুরী জেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। পুরসভার ভোট থেকে শুরু করে একাধিক ধরনের নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। পরিচিত মহলে তিনি পরিচিত ‘নির্বাচনের রাজা’ নামে।
advertisement
কার প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি? তিনি নরেন্দ্র মোদি, অটলবিহারী বাজপেয়ী, মনমোহন সিং, রাহুল গান্ধি-সকলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁর কথায়, ‘‘জয় আমার কাছে সেকেন্ডারি। আমার বিপরীতে কে আছেন, সেটাও ভাবি না।’’ গত তিন দশকে তিনি কয়েক হাজার ডলার খরচ করেছেন মনোনয়নের অর্থ বাবদ। এখনও পর্যন্ত তাঁর সেরা পারফরম্যান্স ছিল ২০১১ সালে। সে বছর তিনি মেত্তুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। সে বার তিনি ৬২৩৭ ভোটে জয়ী হন। অথচ সে বার তিনি একটা ভোটও পাবেন বলে ভাবেননি।
advertisement
advertisement
আরও পড়ুন : চলতি মাসেই তীব্র তাপপ্রবাহ এই রাজ্যগুলিতে! আসছে ভয়াবহ গরম ! জানুন বাংলার ওয়েদার কী হবে
টায়ার সারাইয়ের পাশাপাশি টুকটাক হোমিওপ্যাথি ডাক্তারি করেন। স্থানীয় একটা পত্রিকাও চালান। কিন্তু তাঁর কাছে সবথেকে পছন্দের কাজ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। তিনি মনে করেন দ্বিধা সরিয়ে মনোনয়ন জমা দেওয়াই সেরা কাজ। সেদিক থেকেই তিনি আদর্শ। প্রতি নির্বাচন থেকে নিজের মনোনয়নপত্র এবং অন্যান্য পরিচয়পত্র যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছেন।
advertisement
নির্দল প্রার্থী হিসেবে কে পদ্মরাজন বিভিন্ন প্রতীক বেছে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মাছ, আংটি, টুপি, টেলিফোন তাঁর প্রতীক হয়েছে বিগত বছরগুলিতে। চলতি বছর তাঁর প্রতীক টায়ার। জয়লাভ নয়, তাঁর বিশ্বাস যোগদানে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। বলছেন হার-না-মানা লড়াকু মনোভাবের কে পদ্মরাজন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Lok Sabha Election 2024: ২৩৮ টি বার ঘায়েল হয়েও নির্বাচনের ময়দানে! ১৯৮৮ থেকে শুরু করে সবরকম ভোটে লড়ছেন এই টায়ার ব্যবসায়ী
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement