TRENDING:

Jagadhatri Puja 2024: কোচবিহারের সবচেয়ে প্রাচীন জগদ্ধাত্রী পুজো কোনটি জানেন? খোঁজ দিলাম আমরা

Last Updated:

Jagadhatri Puja 2024: প্রাচীন রীতি-প্রথা মেনে পুজো হয়। অন্যদের থেকে আলাদা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: জেলা কোচবিহারের রাজ আমলে একাধিক পুজোর আয়োজন করা হত। আর সেই পুজোগুলি বর্তমান সময়েও সমস্ত রীতি প্রথা মেনে আয়োজন করা হয়। রাজ আমলে কোচবিহারে স্থাপন করা হয়েছিল মদনমোহন বাড়ি মন্দির। এই মন্দিরের কাঠামিয়া মন্দিরে সমস্ত মূর্তি পুজোর আয়োজন হয়। এখানেই রাজ আমলের জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হত। সেই প্রথা মেনে আজও এখানে জগদ্ধাত্রী পুজো করা হয়, প্রাচীন রীতি-প্রথা মেনে। আর পাঁচটা পুজোর মত নয় এই পুজো। এখানে বেশ কিছু বিশেষত্ব দেখতে পাওয়া যায় পুজোর মধ্যে।
advertisement

কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সম্পাদক কৃষ্ণ গোপাল ধারা জানান, “একটা সময় কোচবিহারের রাজারা এই পুজো করতেন এবং পুজোর সমস্ত দায়িত্বভার সামলাতেন। তবে বর্তমান সময়ে মদনমোহন বাড়ি মন্দির দেবোত্তর ট্রাস্ট বোর্ড পরিচালনা করে। তাই এখন পুজোর সমস্ত বিষয় দায়িত্ব সহকারে পালন করেন দেবোত্তর ট্রাস্টবোর্ডের কর্মকর্তারা। তবে রাজা আমলের কোন রীতি প্রথার বিন্দুমাত্র পরিবর্তন করা হয়নি এখনও। জগদ্ধাত্রী পুজোর পুরোহিত খগপতি মিশ্র জানান, “এই পুজো মোট তিন দিন ধরে অনুষ্ঠিত হয়। তিন দিনের মধ্যে পুজো সমাপ্ত করে বিসর্জন হয় জগদ্ধাত্রী দেবীর।”

advertisement

আরও পড়ুন: ‘বারোভাজাতেই’ জিতেছেন ‘হাজার’ হৃদয়! গৌতমের সাইকেল দেখলেই ছুটে যায় আট থেকে আশি

মদনমোহন বাড়িতে জগদ্ধাত্রী পুজো দেখতে আসা এক ভক্ত প্রমতেশ কর্মকার জানান, “দীর্ঘ সময় ধরে রাজ আমলের এই মন্দির কোচবিহারবাসীর এক আবেগের জায়গা। শুধুই জেলাবাসি নয় দূর-দূরান্তের বহু ভক্তবৃন্দ এই মন্দির দেখতে ছুটে আসেন কোচবিহার মদনমোহন বাড়িতে। এই মন্দিরে রাজ আমল থেকেই আয়োজিত হয়ে আসছে জগদ্ধাত্রী পুজো। এই পুজো বেশ অনেকটাই প্রসিদ্ধ সকলের কাছে। তাইতো এই পুজো উপলক্ষে বহু মানুষের ভিড় দেখতে পাওয়া যায় মদনমোহন বাড়িতে। তিনিও প্রতিবছর ছুটে আসেন এই পুজো উপলক্ষে। জেলার পর্যটকদের কাছেও অন্যতম আকর্ষণের জায়গা এই মদনমোহন বাড়ি।”

advertisement

View More

আরও পড়ুন: বাজারে একে দেখে নাক সিঁটকান? কোলেস্টেরল-ব্লাড সুগারের মোক্ষম দাওয়াই সস্তার এই সবজি

রাজ আমলের রীতি মেনেই করা হয় দেবীর মূর্তি নির্মাণ। পুজোর আগে রাজ আমলের গয়না পরিয়ে সজ্জিত করা হয় দেবী মূর্তিকে। তারপর তিনদিন ধরে চলে এই বিশেষ পুজো। নবমী তিথিতে তিন প্রহরের পুজো সমাপ্ত করে বিসর্জন সম্পন্ন করা হয় দেবীর। দীর্ঘ প্রাচীন এই নিয়মের আজও কোনোও অন্যথায় হয়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আধুনিক প্রযুক্তিতে মাছের ভেড়িতে নতুন দিগন্ত, ভেনামি চিংড়ি চাষে মালমাল, পথ দেখাচ্ছে বাংলা
আরও দেখুন

Sarthak Pandit

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jagadhatri Puja 2024: কোচবিহারের সবচেয়ে প্রাচীন জগদ্ধাত্রী পুজো কোনটি জানেন? খোঁজ দিলাম আমরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল