TRENDING:

Jagadhatri Puja 2024: সাধ্যের মধ্যে সাধ পূরণ, এবার মায়াপুরের ইসকন মন্দির উঠে আসছে শিলিগুড়িতে

Last Updated:

Jagadhatri Puja 2024: মায়াপুরের ইসকন দেখার সাধ এবার পূরণ হবে শিলিগুড়ির বাসিন্দাদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: আলিঙ্গনের জগদ্ধাত্রী পুজোয় বিশেষ আকর্ষণ মায়াপুরের ইসকন। প্রত্যেকবারের মতো এবারও শিলিগুড়ির ওল্ড মাটিগাড়ায় হতে চলেছে আলিঙ্গনের জগদ্ধাত্রী পুজো। এবার তাদের এই পুজো ১৫ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। মূলত মায়াপুরের ইসকন মন্দিরের আদলে করা হচ্ছে মন্ডপ সজ্জা। পাশাপাশি শিলিগুড়ির কুমারটুলি থেকে আনা হচ্ছে প্রতিমা। এছাড়াও আলোকসজ্জা থাকছে চোখে পড়ার মতো। মোট ১০ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে এবার এই পুজো। পাশাপাশি পুজো চলাকালীন থাকতে চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক উদ্যোগ এবং সকলের জন্য থাকছে বিশেষ ভোগের আয়োজন।
advertisement

পুজোর কদিন শিলিগুড়ির আলিঙ্গনের পুজো মন্ডপে এলে মনে হবে আপনি মায়াপুরের ইসকন মন্দিরে রয়েছেন। এমনটাই দাবি পুজো কমিটির৷ এই মন্ডপ সজ্জা দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা। নদিয়ার মায়াপুরের ইসকন দেখার সাধ থাকলেও, সাধ্য অনেকের থাকে না৷ আবার অনেকেরই ইচ্ছে থাকলেও, বিভিন্ন কারণে সেখানে পৌঁছতে পারেন না৷ ফলে মায়াপুরের ইসকন দেখার সাধ অপূর্ণ থেকে যায় ৷ এবার সেই সাধ পূরণ করতে শিলিগুড়ির আলিঙ্গন মায়াপুরের ইসকনের আদলে তাদের মন্ডপ তৈরি করেছে।

advertisement

আরও পড়ুন: কালীপুজো পর ছট পুজো, মহানন্দা নদীতে সুবন্দোবস্ত প্রশাসনের

আলিঙ্গনের সম্পাদক স্বপন গুহ নিয়োগী বলেন, “দুর্গাপুজো, কালীপুজোর পর মানুষের মন ভারাক্রান্ত হয়ে যায়, তাই আমাদের এই পুজো সকলকে ভীষণ আনন্দ দিতে পারবে বলে আমরা মনে করছি। আগামী ১২ তারিখ পর্যন্ত পুজো চলবে। এই পুজো ছাড়াও আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান গরিব দুঃস্থদের অন্নদান সহ আরও নানা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা আমাদের পুজো কদিন কাটাবো।”

advertisement

View More

আরও পড়ুন: হারিয়ে যাওয়া কাঠের পুতুলই ভরসা! স্বনির্ভরতার পথ দেখাচ্ছেন শ্য়ামা

এছাড়াও পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, বুধবার পুজোর শুভ উদ্বোধন করবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, এছাড়াও উপস্থিত থাকবেন আইআরএসএমই সিনিয়র ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সুলভ বিস্ট সহ অন্যান্য এনেফ রেলওয়ের উচ্চ পদস্থ আধিকারিকরা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনির্বাণ রায়

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jagadhatri Puja 2024: সাধ্যের মধ্যে সাধ পূরণ, এবার মায়াপুরের ইসকন মন্দির উঠে আসছে শিলিগুড়িতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল