পুজোর কদিন শিলিগুড়ির আলিঙ্গনের পুজো মন্ডপে এলে মনে হবে আপনি মায়াপুরের ইসকন মন্দিরে রয়েছেন। এমনটাই দাবি পুজো কমিটির৷ এই মন্ডপ সজ্জা দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা। নদিয়ার মায়াপুরের ইসকন দেখার সাধ থাকলেও, সাধ্য অনেকের থাকে না৷ আবার অনেকেরই ইচ্ছে থাকলেও, বিভিন্ন কারণে সেখানে পৌঁছতে পারেন না৷ ফলে মায়াপুরের ইসকন দেখার সাধ অপূর্ণ থেকে যায় ৷ এবার সেই সাধ পূরণ করতে শিলিগুড়ির আলিঙ্গন মায়াপুরের ইসকনের আদলে তাদের মন্ডপ তৈরি করেছে।
advertisement
আরও পড়ুন: কালীপুজো পর ছট পুজো, মহানন্দা নদীতে সুবন্দোবস্ত প্রশাসনের
আলিঙ্গনের সম্পাদক স্বপন গুহ নিয়োগী বলেন, “দুর্গাপুজো, কালীপুজোর পর মানুষের মন ভারাক্রান্ত হয়ে যায়, তাই আমাদের এই পুজো সকলকে ভীষণ আনন্দ দিতে পারবে বলে আমরা মনে করছি। আগামী ১২ তারিখ পর্যন্ত পুজো চলবে। এই পুজো ছাড়াও আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান গরিব দুঃস্থদের অন্নদান সহ আরও নানা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা আমাদের পুজো কদিন কাটাবো।”
আরও পড়ুন: হারিয়ে যাওয়া কাঠের পুতুলই ভরসা! স্বনির্ভরতার পথ দেখাচ্ছেন শ্য়ামা
এছাড়াও পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, বুধবার পুজোর শুভ উদ্বোধন করবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, এছাড়াও উপস্থিত থাকবেন আইআরএসএমই সিনিয়র ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সুলভ বিস্ট সহ অন্যান্য এনেফ রেলওয়ের উচ্চ পদস্থ আধিকারিকরা।
অনির্বাণ রায়