Siliguri News: কালীপুজো পর ছট পুজো, মহানন্দা নদীতে সুবন্দোবস্ত প্রশাসনের
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
ছটপুজোকে কেন্দ্র করে ঘাট তৈরির প্রস্তুতি চরম ব্যস্ততায় ছট পুজো কমিটির কর্তারা।
শিলিগুড়ি: কালীপুজো যেতে না যেতেই এবার প্রস্তুতি ছট পুজোর। সে কারণে ঘাট পরিষ্কারে তৎপর প্রশাসন। একদিকে যেমন ওয়ার্ড ভিত্তিক এলাকাগুলিতে তৎপর পুরনিগম, ঠিক তেমনি ঘাট পরিষ্কারে তৎপর রয়েছে শিলিগুড়ি সংলগ্ন পঞ্চায়েত এলাকাগুলিও। এরই অঙ্গ হিসেবে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ১ পোড়াঝাড় গ্রাম পঞ্চায়েতের তরফে ঘাট পরিষ্কার করা হল। এদিন পোড়াঝাড় সৎশিবম ঘাট পরিষ্কার ও পরিদর্শন করা হয় এবং ঘাটের নির্মাণ কাজও শুরু করা হয়। প্রায় ১৫০ টি ছট ঘাট নির্মিত হয় মহানন্দা নদীর পাশে। আশপাশের এলাকা থেকে শহরের বহু মানুষ এই ঘাটে আসেন। তাই ছটপুজোকে কেন্দ্র করে ঘাট তৈরির প্রস্তুতি চরম ব্যস্ততায় ছট পুজো কমিটির কর্তারা।
পোড়াঝাড় সৎশিবম ঘাট কমিটির সদস্যরা জানান, এদিন একদিকে যেমন ঘাট পরিষ্কার হচ্ছে | ঠিক তেমনি অপরদিকে ঘাট সাজানোরও কাজ শুরু হয়েছে। এদিন ঘাট পরিষ্কারের জন্য আর্থমুভার ও বেশ কিছু সাফাই কর্মীকেও কাজে লাগানো হয় ।
আরও পড়ুন: ছড়িয়ে আছে একরাশ হিরে! হিমালয়ের কোলে সুইমিং পুলে ডুব দিতে অল্প খরচে আসুন এই পাহাড়ি গ্রামে
advertisement
advertisement
এই বিষয়ে পোড়াঝার ফুলবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত শরৎ মন্ডল বলেন, ‘মূলত ২৩ বছর ধরে এই ঘাটে হয়ে আসছে ছট পুজো। এক দিকে যেমন এসজেডিএ -এর তরফে ঘাট পরিষ্কার করা হচ্ছে ঠিক তেমনি অপরদিকে ঘাট সাজানোরও কাজ শুরু হয়েছে। এদিন ঘাট পরিষ্কারের জন্য জেসিবি এবং বেশ কিছু সাফাই কর্মীকেও কাজে লাগানো হয়েছে।’ পাশাপাশি ঘাট কমিটির সদস্যরা জানান প্রত্যেকবারের মতো এবারও নানান উদ্যোগ গ্রহণ করা হবে। ছট পুজোর দিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রত্যেক বছরের মতো এ বছরও বৃহৎ আকারে হবে ছট পুজো।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
November 04, 2024 5:18 PM IST