Siliguri News: কালীপুজো পর ছট পুজো, মহানন্দা নদীতে সুবন্দোবস্ত প্রশাসনের

Last Updated:

ছটপুজোকে কেন্দ্র করে ঘাট তৈরির প্রস্তুতি চরম ব্যস্ততায় ছট পুজো কমিটির কর্তারা।

+
ছটপুজোকে

ছটপুজোকে কেন্দ্র করে ঘাট তৈরির প্রস্তুতি চরম ব্যস্ততা

শিলিগুড়ি: কালীপুজো যেতে না যেতেই এবার প্রস্তুতি ছট পুজোর। সে কারণে ঘাট পরিষ্কারে তৎপর প্রশাসন। একদিকে যেমন ওয়ার্ড ভিত্তিক এলাকাগুলিতে তৎপর পুরনিগম, ঠিক তেমনি ঘাট পরিষ্কারে তৎপর রয়েছে শিলিগুড়ি সংলগ্ন পঞ্চায়েত এলাকাগুলিও। এরই অঙ্গ হিসেবে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ১ পোড়াঝাড় গ্রাম পঞ্চায়েতের তরফে ঘাট পরিষ্কার করা হল। এদিন পোড়াঝাড় সৎশিবম ঘাট পরিষ্কার ও পরিদর্শন করা হয় এবং ঘাটের নির্মাণ কাজও শুরু করা হয়। প্রায় ১৫০ টি ছট ঘাট নির্মিত হয় মহানন্দা নদীর পাশে। আশপাশের এলাকা থেকে শহরের বহু মানুষ এই ঘাটে আসেন। তাই ছটপুজোকে কেন্দ্র করে ঘাট তৈরির প্রস্তুতি চরম ব্যস্ততায় ছট পুজো কমিটির কর্তারা।
পোড়াঝাড় সৎশিবম ঘাট কমিটির সদস্যরা জানান, এদিন একদিকে যেমন ঘাট পরিষ্কার হচ্ছে | ঠিক তেমনি অপরদিকে ঘাট সাজানোরও কাজ শুরু হয়েছে। এদিন ঘাট পরিষ্কারের জন্য আর্থমুভার ও বেশ কিছু সাফাই কর্মীকেও কাজে লাগানো হয় ।
advertisement
advertisement
এই বিষয়ে পোড়াঝার ফুলবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত শরৎ মন্ডল বলেন, ‘মূলত ২৩ বছর ধরে এই ঘাটে হয়ে আসছে ছট পুজো। এক দিকে যেমন এসজেডিএ -এর তরফে ঘাট পরিষ্কার করা হচ্ছে ঠিক তেমনি অপরদিকে ঘাট সাজানোরও কাজ শুরু হয়েছে। এদিন ঘাট পরিষ্কারের জন্য জেসিবি এবং বেশ কিছু সাফাই কর্মীকেও কাজে লাগানো হয়েছে।’ পাশাপাশি ঘাট কমিটির সদস্যরা জানান প্রত্যেকবারের মতো এবারও নানান উদ্যোগ গ্রহণ করা হবে। ছট পুজোর দিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রত্যেক বছরের মতো এ বছরও বৃহৎ আকারে হবে ছট পুজো।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: কালীপুজো পর ছট পুজো, মহানন্দা নদীতে সুবন্দোবস্ত প্রশাসনের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement