North Bengal Travel Destination: ছড়িয়ে আছে একরাশ হিরে! হিমালয়ের কোলে সুইমিং পুলে ডুব দিতে অল্প খরচে আসুন এই পাহাড়ি গ্রামে

Last Updated:

North Bengal Travel Destination: এখানকার সৌন্দর্য অপরিসীম। প্রকৃতির কোলে যাঁরা নিরিবিলিতে কাটাতে চাইছেন তাঁদের জন্য সবচেয়ে সুন্দর জায়গা এটি। এখানে প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটিয়ে যেতে পারবেন অনায়াসে।

+
কোলবং 

কোলবং 

অনির্বাণ রায়, কোলবং: যাঁরা একটু অচেনা জায়গায় ঘুরতে যেতে ভালবাসেন তার জন্য অপেক্ষা করছে একেবারে অচেনা এই জায়গাটি। দার্জিলিংয়ের খুব কাছেই এই জায়গাটির নাম কোলবং। ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। কিন্তু তার সৌন্দর্য অপরিসীম। পুজোর ছুটিতে পরিবারকে সঙ্গে নিয়ে বা বন্ধুরা মিলে বেশ জমিয়ে মজা করতে পারবেন এখানে। পাহাড়ি জায়গায় সাধারণত সুইমিং পুল পাওয়া যায় না। কিন্তু এখানে আছে। অর্থাৎ সুন্দর পাহাড়ের কোলে সুইমিং পুলে অবগাহনের সুযোগ থাকছে। এখানকার সৌন্দর্য অপরিসীম। প্রকৃতির কোলে যাঁরা নিরিবিলিতে কাটাতে চাইছেন তাঁদের জন্য সবচেয়ে সুন্দর জায়গা এটি। এখানে প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটিয়ে যেতে পারবেন অনায়াসে।
এই অপরিসীম সৌন্দর্যে অধিকারী এই গ্রামটিতে প্রকৃতি যেন তার সবটুকু উজাড় করে দিয়েছে। একদিকে তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য। তার সঙ্গে প্রকৃতির অপরিসীম সৌন্দর্য। পাহাড়, জঙ্গল, তার সঙ্গে পাইন, দেবদারু গাছের সমাহার। অসাধারণ লাগবে। পাহাড়ের বাঁকে বাঁকে চলে গিয়েছে রাস্তা। সেখানে ভিলেজ ওয়াকে যেতে পারেন। অসাধারণ কাটবে দুপুরটা।সন্ধে থেকে হোমস্টের ব্যালকনিতে শিরশিরে শরতের বাতাস গায়ে মেখে দেখতে পাবেন রাতের পাহাড়ের অপরিসীম সৌন্দর্য। অসাধারণ লাগবে সেই সৌন্দর্য। মনে হবে এক রাশ হিরে কেউ ছড়িয়ে দিয়েছে সেখানে। অসাধারণ সৌন্দর্য উপভোগ করা যায় সেখানে। মন ভাল হয়ে যাবে।
advertisement
আরও পড়ুন : চিনি ছেড়েও কমছে না ব্লাড সুগার? ‘এটা’ তো আপনাকে ছাড়েনি! চিনে রাখুন ডায়াবেটিসের ‘ভিলেন’কে
কাজেই আর দেরি না করে সেখান থেকে ঘুরে আসুন। হোমস্টে রয়েছে। আগে থেকে বুকিং করে এলে ভাল।শিলিগুড়ি থেকে এই গ্ৰামের দূরত্ব প্রায় ১০২ কিলোমিটার মতো। কাজেই শিলিগুড়ি থেকে এই জায়গায় আসতে কিছুটা সময় লাগবে। আবার শিলিগুড়ি থেকে সোজা দার্জিলিং কোনও শেয়ার গাড়িতে এসে সেখান থেকে পৌঁছে যান ডেস্টিনেশনে। ঘরের কাছের এই স্বর্গ থেকে ঘুরে আসুন।
advertisement
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
North Bengal Travel Destination: ছড়িয়ে আছে একরাশ হিরে! হিমালয়ের কোলে সুইমিং পুলে ডুব দিতে অল্প খরচে আসুন এই পাহাড়ি গ্রামে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement