Wooden Toys: হারিয়ে যাওয়া কাঠের পুতুলই ভরসা! স্বনির্ভরতার পথ দেখাচ্ছেন শ্য়ামা

Last Updated:

Wooden Toys: শ্যামার বানানো পুতুলগুলি অন্যান্য কাঠের পুতুলের থেকে একটু আলাদা। তার তৈরি কাঠের পুতুলগুলিতে সুন্দর দেখতে জামা কাপড় পরানো। কেউ বাউল গান গাইছে, কোথাও বর-কনে আবার কোথাও রাধা কৃষ্ণ।হাতের কাজ এত নিখুঁত যে না দেখলে বিশ্বাস করা যায় না। 

+
কাঠের

কাঠের পুতুল 

অনির্বাণ রায়, শিলিগুড়ি : বাংলার ঐতিহ্যের অন্যতম উজ্জ্বল অংশ হল বাংলার পুতুলশিল্প। এইসব পুতুলের সঙ্গে জড়িয়ে থাকে বাংলার গ্রামের জীবনধারা, প্রান্তিক মানুষদের লোকাচারের ইতিহাস, তাঁদের শৈল্পিক দক্ষতা। প্রতিটি পুতুলের ওপর পড়ে আঞ্চলিকতার সুদীর্ঘ ছাপ।মাটির পুতুল, মোমের পুতুল কিংবা কাঠের পুতুল কিছু অবশিষ্ট থাকলেও সেগুলো থাকে আজকাল বাড়ির কোনে ধুলো ময়লার আস্তরণে। এইসব পুতুলের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল কাঠের পুতুল। কারণ কাঠের পুতুল অনেকদিন থাকে। এই ভাবনা থেকেই হাওড়ার শ্যামা চট্টোপাধ্যায় এই পুতুল বানানোর কাজ শুরু করেন।
শ্যামার বানানো পুতুলগুলি অন্যান্য কাঠের পুতুলের থেকে একটু আলাদা। তার তৈরি কাঠের পুতুলগুলিতে সুন্দর দেখতে জামা কাপড় পরানো। কেউ বাউল গান গাইছে, কোথাও বর-কনে আবার কোথাও রাধা কৃষ্ণ।হাতের কাজ এত নিখুঁত যে না দেখলে বিশ্বাস করা যায় না। শ্যামার কথায়, ‘পুতুল যে শুধু খেলার সামগ্রী তা নয় বরং পুতুল একটি বিশেষ অঞ্চলের সংস্কৃতি, ইতিহাস এবং সমাজ ভাবনার চিহ্ন বহন করে। তাই আমরা চেষ্টা করছি যেন আমাদের বাংলার সব ধরনের সংস্কৃতি তুলে ধরতে পারি সকলের কাছে।’তিনি আরও জানান, তাদের তৈরি পুতুলগুলো চাহিদা বাংলায় তো বটেই, অন্যান্য রাজ্যে ও প্রচুর চাহিদা রয়েছে।
advertisement
আরও পড়ুন : ‘জলেবি’…! তেলের বিজ্ঞাপনের ছোট্ট বাবলু থেকে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর খুদে সর্দারজী! কোথায় হারিয়ে গেল সেই শিশুশিল্পী? আজ কোথায়, কী করছে? জানুন
কাঠের পুতুল কিনতে এসে বিপ্লব রায় বলেন, ‘এই ধরনের পুতুল আর এখন দেখা যায় না। এখন বাড়িতে প্লাস্টিকের খেলনা এসব দিয়েই মানুষ এগুলির কথা এখন ভুলে গিয়েছে। তবে এই পুতুলগুলি দেখে আমার ভীষণ ভাল লাগল৷ আমার নাতনির জন্য আমি এক জোড়া পুতুল এখান থেকে নিয়ে যাচ্ছি।’ আধুনিক প্রজন্মের শিশুদের হাতে পুতুলের বদলে অন্য খেলা উঠলেও বিশ্বের বিভিন্ন দেশে পুতুলকে কেন্দ্র করে উৎসব পালন করা হয়ে থাকে। পুতুল সংস্কৃতি আজ হারাতে বসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে শ্যামা দেবীর এই উদ্যোগকে কুর্নিশ জানতেই হয়।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Wooden Toys: হারিয়ে যাওয়া কাঠের পুতুলই ভরসা! স্বনির্ভরতার পথ দেখাচ্ছেন শ্য়ামা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement