Bangla Video: বর্ধমানে তৈরি কাঠের পুতুল এবার পাড়ি দেবে মুম্বাই 

Last Updated:

Bangla Video: মুম্বাইয়ের এক পুজো মণ্ডপ সেজে উঠবে পূর্ব বর্ধমানের এই শিল্পের ছোঁয়ায়। জোর কদমে চলছে তারই প্রস্তুতি

+
তৈরি

তৈরি হচ্ছে পুতুল 

পূর্ব বর্ধমান: মুম্বাইয়ের এক পুজো মণ্ডপ সেজে উঠবে পূর্ব বর্ধমানের এই শিল্পের ছোঁয়ায়। জোর কদমে চলছে তারই প্রস্তুতি। শীঘ্রই বাণিজ্য নগরীর উদ্দেশ্যে পাড়ি দেবে এই সকল জিনিস। পূর্ব বর্ধমান জেলার শিল্প মানচিত্রে অন্যতম একটি নাম নতুনগ্রাম। কাটোয়া -২ ব্লকের অন্তর্গত এই গ্রামটিতে দীর্ঘদিন ধরে তৈরি হয়ে আসছে কাঠের পুতুল। অনেকের কাছেই এখন এই গ্রাম পরিচিত কাঠ পুতুলের গ্রাম নামে।
বিভিন্ন সময়ে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় নিজেদের শিল্প কর্ম নিয়ে পাড়ি দিয়েছেন এই গ্রামের শিল্পীরা। আর এবার আরও একবার ভিনরাজ্যে যেতে চলেছে নতুনগ্রামের কাঠের পুতুল। আসন্ন দুর্গাপুজোয় মুম্বাইয়ের একটি পুজো মণ্ডপ থেকে বরাত পেয়েছেন এই গ্রামের শিল্পী গৌতম ভাস্কর। তার তৈরি কাঠের পুতুল পাড়ি দেবে বাণিজ্য নগরী মুম্বাই তে। চরম ব্যস্ততার সঙ্গে এখন চলছে তারই প্রস্তুতি। এই প্রসঙ্গে কাষ্ঠ শিল্পী গৌতম ভাস্কর বলেন, “প্রত্যেক বছরই আমাদের তৈরি জিনিস বাইরে যায়। এবছরও কাঠের তৈরি রাজা পুতুল যাবে মুম্বাই। মুম্বাই এর একটি পুজো মণ্ডপ আমাদের এই পুতুল দিয়ে সাজানো হবে।
advertisement
আরও পড়ুন: গন্ধরাজের সুগন্ধে বেঁচে থাকবেন তিলোত্তমা! বৃক্ষপ্রেমীদের অভিনব প্রতিবাদ, দেখুন
শিল্পী গৌতম ভাস্করের কথায়, মুম্বাইয়ের কালীবাড়ি এলাকার একটি পুজো প্যান্ডেলে যাবে তার তৈরি এই সকল জিনিস। শিল্পী গৌতম বাবু আরও জানিয়েছেন, প্রায় প্রতি বছরই পুজোর আগে তার তৈরি জিনিস মুম্বাই যায়। এই বছরও তার অন্যথা হয়নি। এই বার ছোটো বড়ো সবমিলিয়ে প্রায় ১০০ পিস কাঠের পুতুল তৈরির বরাত এসেছে তার কাছে। আগামী ১৭ তারিখ বিশ্বকর্মা পুজোর পরে এই সকল জিনিস পাড়ি দেবে মুম্বাইয়ের উদ্দেশ্যে।
advertisement
advertisement
পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপের এই ছোট্ট গ্রামে তৈরি জিনিস পৌঁছে যাবে আরব সাগরের তীরে সুদূর মুম্বাইএ। এই বিষয়ে ভেবেই আনন্দে চোখে জল শিল্পী গৌতম ভাস্করের। এই শিল্পীর কথায় খুব বেশি টাকার অর্ডার না হলেও, পুজো প্যান্ডেলে আগত অগণিত দর্শনার্থীদের সামনে ফুটে উঠবে তাদের গ্রামের এই প্রাচীন শিল্পটি। যা নিয়ে স্বভাবতই খুশি নতুনগ্রামের এই শিল্পী।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: বর্ধমানে তৈরি কাঠের পুতুল এবার পাড়ি দেবে মুম্বাই 
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement