Kuch Kuch Hota Hai Child Artist: ‘জলেবি’...! তেলের বিজ্ঞাপনের ছোট্ট বাবলু থেকে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর খুদে সর্দারজী! কোথায় হারিয়ে গেল সেই শিশুশিল্পী? আজ কোথায়, কী করছে? জানুন

Last Updated:
Kuch Kuch Hota Hai Child Artist: একরত্তির নাম পরজান দস্তুর৷ পরে তাঁকে আমরা দেখি কুছ কুছ হোতা হ্যায় ছবিতে ছোট্ট শিখ সর্দারজীর চরিত্রে৷ যে শুধু নীরবে রাতের আকাশের তারা দেখত৷ তার মুখে ‘তুস্যি যা রাহে হো... তুস্যি না যাও’। তার মুখে এই সংলাপ এখনও দর্শকমনে গেঁথে আছে।
1/9
বাড়ির লোকের উপর অভিমান করে বাড়ি ছেড়েছিল খুদে বাবলু৷ স্টেশনে রামুকাকার মুখে বাড়িতে ‘জলেবি’ হচ্ছে শুনে ফিরে গিয়েছিল ঘরে৷ তার মুখে ‘জলেবি’ শব্দটা এখনও অমোঘ টেলিভিশনের বিজ্ঞাপনের দুনিয়ায়৷ তেলের বিজ্ঞাপনের সেই ছোট্ট খুদেকে মনে পড়ে?
বাড়ির লোকের উপর অভিমান করে বাড়ি ছেড়েছিল খুদে বাবলু৷ স্টেশনে রামুকাকার মুখে বাড়িতে ‘জলেবি’ হচ্ছে শুনে ফিরে গিয়েছিল ঘরে৷ তার মুখে ‘জলেবি’ শব্দটা এখনও অমোঘ টেলিভিশনের বিজ্ঞাপনের দুনিয়ায়৷ তেলের বিজ্ঞাপনের সেই ছোট্ট খুদেকে মনে পড়ে?
advertisement
2/9
একরত্তির নাম পরজান দস্তুর৷ পরে তাঁকে আমরা দেখি কুছ কুছ হোতা হ্যায় ছবিতে ছোট্ট শিখ সর্দারজীর চরিত্রে৷ যে শুধু নীরবে রাতের আকাশের তারা দেখত৷ তার মুখে ‘তুস্যি যা রাহে হো... তুস্যি না যাও’। তার মুখে এই সংলাপ এখনও দর্শকমনে গেঁথে আছে।
একরত্তির নাম পরজান দস্তুর৷ পরে তাঁকে আমরা দেখি কুছ কুছ হোতা হ্যায় ছবিতে ছোট্ট শিখ সর্দারজীর চরিত্রে৷ যে শুধু নীরবে রাতের আকাশের তারা দেখত৷ তার মুখে ‘তুস্যি যা রাহে হো... তুস্যি না যাও’। তার মুখে এই সংলাপ এখনও দর্শকমনে গেঁথে আছে।
advertisement
3/9
নয়ের দশকে বিনোদন দুনিয়ায় এসেই রাতারাতি বাজিমাত করেছিল ছোট্ট পরজান৷ শিশুশিল্পী হিসেবে তার জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া৷ মহাব্বতেঁ, জুবেইদা, কভি খুশি কভি গম-সহ একাধিক ছবিতে তিনি ছিলেন৷
নয়ের দশকে বিনোদন দুনিয়ায় এসেই রাতারাতি বাজিমাত করেছিল ছোট্ট পরজান৷ শিশুশিল্পী হিসেবে তার জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া৷ মহাব্বতেঁ, জুবেইদা, কভি খুশি কভি গম-সহ একাধিক ছবিতে তিনি ছিলেন৷
advertisement
4/9
সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ পরিণত হয় তাঁর অভিনয়৷ গুজরাত হিংসার প্রেক্ষাপটে তৈরি ‘পরজানিয়া’ ছবিতে তাঁর অভিনয় সমালোচকদের মন জয় করে৷ ‘সিকন্দর’ ছবিতে অভিনয় করে শিশুশিল্পী পরজান পুরস্কৃত হন৷
সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ পরিণত হয় তাঁর অভিনয়৷ গুজরাত হিংসার প্রেক্ষাপটে তৈরি ‘পরজানিয়া’ ছবিতে তাঁর অভিনয় সমালোচকদের মন জয় করে৷ ‘সিকন্দর’ ছবিতে অভিনয় করে শিশুশিল্পী পরজান পুরস্কৃত হন৷
advertisement
5/9
এত আশা জাগিয়ে শুরু করেও কোথায় গেলেন পরজান? রুপোলি দুনিয়া থেকে হারিয়ে গেলেন অকালে? এ প্রশ্ন মাঝে মাঝেই ভাবিয়ে তোলে দর্শকদের৷ কিন্তু মূলস্রোত থেকে দূরে সরে গেলেও পুরোপুরি হারিয়ে যাননি৷
এত আশা জাগিয়ে শুরু করেও কোথায় গেলেন পরজান? রুপোলি দুনিয়া থেকে হারিয়ে গেলেন অকালে? এ প্রশ্ন মাঝে মাঝেই ভাবিয়ে তোলে দর্শকদের৷ কিন্তু মূলস্রোত থেকে দূরে সরে গেলেও পুরোপুরি হারিয়ে যাননি৷
advertisement
6/9
শর্ট ফিল্ম ‘পকেট মামি’-তে ‘রোজা’ অভিনেত্রী মধু শাহের সঙ্গে পারজানের অভিনয় প্রশংসিত হয়। একজন সিঙ্গল মাদার আর তাঁর ছেলের সম্পর্ক ফুটে উঠেছিল এই ছবিতে।
শর্ট ফিল্ম ‘পকেট মামি’-তে ‘রোজা’ অভিনেত্রী মধু শাহের সঙ্গে পারজানের অভিনয় প্রশংসিত হয়। একজন সিঙ্গল মাদার আর তাঁর ছেলের সম্পর্ক ফুটে উঠেছিল এই ছবিতে।
advertisement
7/9
ক্যাটরিনা কাইফ এবং আদিত্য রায় কপূর অভিনীত ‘ফিতুর’ ছবিতে অ্যাসিস্টান্ট ডিরেক্টরের কাজ করেছিলেন পারজান। চিত্রনাট্যকার, প্রযোজক হিসেবেও কাজ করেছেন তিনি৷ পাশাপাশি পিয়ানোবাদক হিসেবে পরিচিতি আছে পরজানের৷
ক্যাটরিনা কাইফ এবং আদিত্য রায় কপূর অভিনীত ‘ফিতুর’ ছবিতে অ্যাসিস্টান্ট ডিরেক্টরের কাজ করেছিলেন পারজান। চিত্রনাট্যকার, প্রযোজক হিসেবেও কাজ করেছেন তিনি৷ পাশাপাশি পিয়ানোবাদক হিসেবে পরিচিতি আছে পরজানের৷
advertisement
8/9
মুম্বইয়ের এক পার্সি পরিবারে পরজানের জন্ম ১৯৯১ সালে৷ তাঁর মা মাহরুখ দস্তুর একজন নামী শিল্পী৷ সেন্ট মেরিজ স্কুল থেকে পাশ করার পর পরজান ব্যাচেলর অব ম্যানেজমেন্ট স্টাডিজ এবং মাস্টার অব কমার্স করেন মুম্বইয়ের এইচ. আর কলেজ অব কমার্স অ্যান্ড ইকোনমিক্স থেকে৷
মুম্বইয়ের এক পার্সি পরিবারে পরজানের জন্ম ১৯৯১ সালে৷ তাঁর মা মাহরুখ দস্তুর একজন নামী শিল্পী৷ সেন্ট মেরিজ স্কুল থেকে পাশ করার পর পরজান ব্যাচেলর অব ম্যানেজমেন্ট স্টাডিজ এবং মাস্টার অব কমার্স করেন মুম্বইয়ের এইচ. আর কলেজ অব কমার্স অ্যান্ড ইকোনমিক্স থেকে৷
advertisement
9/9
২০২১ সালে এক সাবেকি পার্সি অনুষ্ঠানে দীর্ঘ দিনের প্রেমিকা ডেলনা শ্রফকে বিয়ে করেন পরজান৷ বড় হয়ে বিভিন্ন ভূমিকায় ধরা দিয়েও তিনি দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন বিজ্ঞাপনে তার সেই ‘জলেবি’ ডাকের জন্য৷
২০২১ সালে এক সাবেকি পার্সি অনুষ্ঠানে দীর্ঘ দিনের প্রেমিকা ডেলনা শ্রফকে বিয়ে করেন পরজান৷ বড় হয়ে বিভিন্ন ভূমিকায় ধরা দিয়েও তিনি দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন বিজ্ঞাপনে তার সেই ‘জলেবি’ ডাকের জন্য৷
advertisement
advertisement
advertisement