TRENDING:

পরিযায়ী শ্রমিকদের জন্য ক্যাম্প বিধায়কের, সমস্যায় পড়লেই যোগাযোগের নম্বর দিয়ে রাখলেন

Last Updated:

ইটাহারের পরিযায়ী শ্রমিকদের সহযোগিতার জন্য এবং জেলা পুলিশ সুপারের সঙ্গেও কথা বলেন তিনি, যাতে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সহজতর ভাবে দ্রুত দেওয়া হয়। ভেরিফিকেশন সার্টিফিকেট দেখে পুলিশ ছাড়তে চেয়েছে বলে জানিয়েছেন বিধায়ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: ইটাহারের লোক পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি হরিয়ানাতে থাকে। হাজারও হাজারও মানুষ সকাল থেকে সহায়তা কেন্দ্রে আসছে। ইটাহারের বিধায়ক ও পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশারফ হুসেনের উদ্যোগে বিজেপি শাসিত হরিয়ানা রাজ্যের গুরুগ্রাম, চক্করপুর তৎসংলগ্ন এলাকায়  ইটাহারের বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর পুলিশি হেনস্থা ও নির্যাতনের এবং আটকের প্রেক্ষিতে বিধায়ক অত্যন্ত তৎপরতার সহিত নিজে ইটাহার থানায় গিয়েছিলেন। ইটাহারের পরিযায়ী শ্রমিকদের সহযোগিতার জন্য এবং জেলা পুলিশ সুপারের সঙ্গেও কথা বলেন তিনি, যাতে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সহজতর ভাবে দ্রুত দেওয়া হয়। ভেরিফিকেশন সার্টিফিকেট দেখে পুলিশ ছাড়তে চেয়েছে বলে জানিয়েছেন বিধায়ক।
পরিযায়ী শ্রমিকদের জন্য ক্যাম্প বিধায়কের
পরিযায়ী শ্রমিকদের জন্য ক্যাম্প বিধায়কের
advertisement

আরও পড়ুন– সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস !

মোশারফ জানিয়েছেন, এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং তিনি গুরুত্ব সহকারে ব্যাপারটি দেখছেন।  এর পরেই বিধায়কের উদ্যোগে, ইটাহার পথের সাথীতে একটি জরুরি সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। যেখান থেকে অত্যাচারিত ও হেনস্থাকৃত শ্রমিকদের আইনি ও মানবিক সহায়তা ও MLA সার্টিফিকেট প্রদান করা হচ্ছে এবং পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট পেতে ডকুমেন্টস সংক্রান্ত সাহায্য করা হচ্ছে  📞MLA অফিসের যোগাযোগ নম্বর:🔹 7811998300🔹 8617069471

advertisement

আরও পড়ুন– হল্ট স্টেশনে যাত্রীদের সুবিধায় নজর, m-UTS পরিষেবা চালুর উদ্যোগ শিয়ালদহ ডিভিশনের

তিনি জানিয়েছেন, ‘‘আমি সঙ্কটে, বিপদে আপদে প্রিয় শ্রমিক ভাইদের পাশে আছি, পাশে থাকব। ইটাহারের পরিযায়ী শ্রমিকরা আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন। চিন্তা করবেন না ভয় পাবেন না আমি আপনাদের সঙ্গে আছি থাকব। যে ভাবে মুখ্যমন্ত্রী তৎপরতায় রাজস্থানের আটক শ্রমিকদের লড়াই করে উদ্ধার করেছিলাম তেমনি এবারও সমস্যা সমাধান করবই। বাংলার শ্রমিকদের সম্মান ও সুরক্ষার লড়াইয়ে আমরা অটুট। মুখ্যমন্ত্রী বাঙালিদের নিয়ে ছিনিমিনি খেলতে দেবেন না।’’

advertisement

প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই হরিয়ানা থেকে একাধিক অভিযোগ এসেছে। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন একাধিক তথ্য তাঁদের কাছে এসেছে। এই অবস্থায় বিধায়কের উদ্যোগ সমস্যা মেটাতে কার্যকরী হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পরিযায়ী শ্রমিকদের জন্য ক্যাম্প বিধায়কের, সমস্যায় পড়লেই যোগাযোগের নম্বর দিয়ে রাখলেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল