আরও পড়ুন– সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস !
মোশারফ জানিয়েছেন, এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং তিনি গুরুত্ব সহকারে ব্যাপারটি দেখছেন। এর পরেই বিধায়কের উদ্যোগে, ইটাহার পথের সাথীতে একটি জরুরি সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। যেখান থেকে অত্যাচারিত ও হেনস্থাকৃত শ্রমিকদের আইনি ও মানবিক সহায়তা ও MLA সার্টিফিকেট প্রদান করা হচ্ছে এবং পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট পেতে ডকুমেন্টস সংক্রান্ত সাহায্য করা হচ্ছে 📞MLA অফিসের যোগাযোগ নম্বর:🔹 7811998300🔹 8617069471
advertisement
আরও পড়ুন– হল্ট স্টেশনে যাত্রীদের সুবিধায় নজর, m-UTS পরিষেবা চালুর উদ্যোগ শিয়ালদহ ডিভিশনের
তিনি জানিয়েছেন, ‘‘আমি সঙ্কটে, বিপদে আপদে প্রিয় শ্রমিক ভাইদের পাশে আছি, পাশে থাকব। ইটাহারের পরিযায়ী শ্রমিকরা আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন। চিন্তা করবেন না ভয় পাবেন না আমি আপনাদের সঙ্গে আছি থাকব। যে ভাবে মুখ্যমন্ত্রী তৎপরতায় রাজস্থানের আটক শ্রমিকদের লড়াই করে উদ্ধার করেছিলাম তেমনি এবারও সমস্যা সমাধান করবই। বাংলার শ্রমিকদের সম্মান ও সুরক্ষার লড়াইয়ে আমরা অটুট। মুখ্যমন্ত্রী বাঙালিদের নিয়ে ছিনিমিনি খেলতে দেবেন না।’’
প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই হরিয়ানা থেকে একাধিক অভিযোগ এসেছে। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন একাধিক তথ্য তাঁদের কাছে এসেছে। এই অবস্থায় বিধায়কের উদ্যোগ সমস্যা মেটাতে কার্যকরী হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।