Indian Railways: হল্ট স্টেশনে যাত্রীদের সুবিধায় নজর, m-UTS পরিষেবা চালুর উদ্যোগ শিয়ালদহ ডিভিশনের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সমস্ত হল্ট স্টেশনগুলিতে m-UTS সুবিধার দ্রুত বাস্তবায়ন। অধিবেশনে সমস্ত ঠিকাদারকে ১৫ দিনের মধ্যে m-UTS পরিষেবা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।
আবীর ঘোষাল, কলকাতা: যাত্রী সুবিধা বৃদ্ধি এবং ডিজিটাইজেশনকে উৎসাহিত করার লক্ষ্যে সমস্ত হল্ট ঠিকাদারদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন শিয়ালদহ বিভাগের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার যসরাম মীনা। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সমস্ত হল্ট স্টেশনগুলিতে m-UTS সুবিধার দ্রুত বাস্তবায়ন। অধিবেশনে সমস্ত ঠিকাদারকে ১৫ দিনের মধ্যে m-UTS পরিষেবা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই বৈঠক ঠিকাদারদের জন্য একটি উন্মুক্ত ফোরাম হিসাবেও কাজ করেছে যেখানে তাঁরা এই দ্রুত বাস্তবায়নের সময় চ্যালেঞ্জ বা সমস্যা নিয়ে আলোচনা ও সমাধান করতে পেরেছেন। এই পদক্ষেপে ভ্রমণ অনেক সহজ হবে। m-UTS যাত্রীদের অসুবিধা দূর করতে এবং হল্ট স্টেশনগুলিকে আধুনিক পরিষেবা দিতে চায়। পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজারের গুরুত্বপূর্ণ নির্দেশনায় এই উদ্যোগটি বিভাগের মধ্যে বৃহত্তর ডিজিটাইজেশনের দিকে একটি অভূতপূর্ব এবং প্রগতিশীল পদক্ষেপ।
advertisement
advertisement

শিয়ালদহ-এর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, রাজীব সাক্সেনা জানান, m-UTS-এর দ্রুত বাস্তবায়ন যাত্রীদের জন্য অপরিকল্পিত টিকিট প্রাপ্তিতে আরও বেশি স্বাচ্ছন্দ্য এবং সহজলভ্যতা প্রদান করবে। তবে রেল ইউনিয়নের বক্তব্য, ক্রমাগত কমার্শিয়াল বিভাগের কর্মীদের অন্যত্র ব্যবহার করা হচ্ছে। ফলে এমনিতেই এই বিভাগের লোকের যে কাজ করা উচিত তার বদলে অন্য কাজ তাঁরা করছেন। তাই হল্ট স্টেশন ডিজিটাল ব্যবস্থায় জোর দেওয়া হচ্ছে। শিয়ালদহ ডিভিশনে অনেকগুলি হল্ট স্টেশন রয়েছে। সেই সব স্টেশনে সব ট্রেন না দাঁড়ালে কয়েকটি নির্দিষ্ট ট্রেনের স্টপেজ দেওয়া হয়।
advertisement
তাই প্রতি দিনই এই সব হল্ট স্টেশনে যাত্রীদের আনাগোনা রয়েইছে। কিন্তু এত দিন হল্ট স্টেশনগুলিতে কোনও টিকিট কাউন্টার ছিল না। তাতে সমস্যায় পড়তেন যাত্রীরা। সেই সমস্যা সমাধানেই পূর্ব রেল নয়া পদক্ষেপ করল। হল্ট স্টেশনগুলিতে স্থায়ী টিকিট কাউন্টার না থাকায় যাত্রীদের সুবিধার্থে অতীতে রেল একাধিক পদক্ষেপ করেছিল। টেন্ডার দেখে এই সব হল্ট স্টেশনের টিকিট কাটার দায়িত্ব দেওয়া হত বেসরকারি সংস্থাকে। তারাই এই সব স্টেশনে টিকিট কাটার ব্যবস্থা করত। টিকিট কেটে পাওয়া লাভের অংশ ভাগাভাগি হত রেল এবং সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার মধ্যে। তবে তাতেও সমস্যা মেটেনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2025 9:09 AM IST