ধূপগুড়ি-সহ পার্শ্ববর্তী সাধারণ মানুষ ও ব্যাবসায়ীদের দীর্ঘ দিনের দাবি ছিল যাতে সরাইঘাট এক্সপ্রেস এই স্টেশনে দাঁড়ায়। সেজন্য বহুবার জলপাইগুড়ির সাংসদ ডা: জয়ন্ত কুমার রায়ের কাছে বিভিন্ন ভাবে আবেদন জানিয়েছিল। আবেদনে সাড়া দিয়ে সাংসদ রেল মন্ত্রক ও রেলের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে যোগাযোগ করে ধূপগুড়ি স্টেশনে সরাইঘাট এক্সপ্রেসের স্টপেজের ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন সাংসদ ডা:জয়ন্ত কুমার রায়।
advertisement
আরও পড়ুনঃ বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে লুকিয়ে রয়েছে 'এক' অজানা রহস্য! জানলে অবাক হবেন
সরাইঘাট এক্সপ্রেস দাঁড়ানোর ফলে রেল যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হল। জানা গিয়েছে, রেলের সময়সূচি অনুযায়ী, কলকাতাগামী ১২৩৪৬ সরাইঘাট এক্সপ্রেসে ধূপগুড়ি স্টেশনে স্টপেজ সন্ধ্যা ০৬.১৭ মিনিট এবং গুয়াহাটিগামী ১২৩৪৫ সরাইঘাট এক্সপ্রেসের ধূপগুড়ি স্টেশনে স্টপেজ রাত ০২.২২ মিনিট। উপকৃত হবেন এলাকার সাধারণ মানুষ-সহ ব্যাবসায়ীরা। সুবিধা পাবেন পর্যটকরাও।
সুরজিৎ দে






