আরও পড়ুনঃ ইন্টারপোলের নজরদারিতে থাইল্যান্ডে আটক লুথরা ব্রাদার্স, দ্রুত ভারতে আনার প্রস্তুতি
মালদহ রেল ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, “মঙ্গলবার বিকেল ৪:৩৫ নাগাদ ভাগলপুর স্টেশনের এক নম্বর প্লাটফর্মে ট্রেন নাম্বার ১৩৪১০ কিওলস-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে এক মহিলা যাত্রী ওঠার সময় পা পিছলে পড়ে যাচ্ছিলেন। সেই সময় আরপিএফ এর কর্তব্যরত অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সঞ্জীব কুমার ঝা এর নজরে এলে তৎক্ষণাৎ ওই মহিলা যাত্রীকে ট্রেন লাইনে পড়ে যাওয়ার উপক্রম দেখে রক্ষা করেন।”
advertisement
তিনি আরও জানান, “মালদহ ডিভিশনের রেলওয়ে প্রটেকশন ফোর্স যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা, সুরক্ষা ও জনসেবার মান বজায় রাখতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।” এই ঘটনার পর ওই মহিলা রেল যাত্রী ও তাঁর পরিবারের সদস্যরা আরপিএফ জওয়ানের সতর্কতা এবং তৎপর সহযোগিতার জন্য মালদহ ডিভিশনের ভাগলপুর আরপিএফ কে আন্তরিক ধন্যবাদ জানান।





