উত্তরবঙ্গের প্রতি বর্ষার এই বিরাগভাজন হওয়া নিয়ে রীতিমত উদ্ধেগ বাড়ছে উত্তরবঙ্গবাসীদের মনে। জুলাইতেও বর্ষা নিয়ে এখনও আশার আলো দেখাতে পারেনি আবাহওয়া দফতর। হাওয়া অফিস সূত্রের খবর, হিসাব অনুযায়ী হিমালয়ের পাদদেশে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে বর্ষা ঢোকার সঙ্গে সঙ্গেই ভারী বৃষ্টির দেখা মিলত, কিন্তু বর্তমানে ক্রমশ সেই রূপ বদলাচ্ছে বৃষ্টির।
আরও পড়ুন: বদলে যাচ্ছে আলুয়াবাড়ি রোড-ঠাকুরগঞ্জ স্টেশন, নিউ জলপাইগুড়িগামী যাত্রীদের জন্য বিরাট সুবিধা
advertisement
হাওয়া অফিস বলছে, মৌসুমী অক্ষরেখা আপাতত সক্রিয় হওয়ার কোনও সম্ভাবনা নেই। বর্ষার অনুকূল পরিস্থিতি কবে হবে তা নিয়ে এখনও পর্যন্ত সুস্পষ্টভাবে কিছু জানা যায়নি। এবার আগেভাগেই উত্তরবঙ্গে বর্ষা এলেও বৃষ্টির আগমনে শুরু থেকেই তৈরি হয়েছে বিলম্ব। মূলত বর্ষার ঢোকার পর থেকেই বৃষ্টিপাতের দরুন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাগুলিতে বিভিন্ন নদীর জল স্তর বেড়ে ওঠে, কিন্তু সেচ দফতরের এবং ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডির পূর্বাভাস অনুযায়ী এই দুই মাস অর্থাৎ অগাস্ট পর্যন্ত তেমনভাবে বৃষ্টির দেখা মিলবেনা। উত্তরবঙ্গে থমকে রয়েছে বর্ষা।
আরও পড়ুন: হাসিমারাতে বন্ধুর হাতেই মৃত্যু অপর এক বন্ধুর! কী এমন হল?
ফলে বেশ কয়েকদিন প্যাচপ্যাচে গরম সহ্য করতে হবে l দুপুরবেলা হলেই ভ্যাপসা গরমে হাঁসফাস করছে জেলার মানুষ। সিকিমের রাস্তা দিয়ে এই সময় বৃষ্টির ফোঁটাতে মুগ্ধ হয় পর্যটক। ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে সাধারণ মানুষের মনে রয়েছে চিন্তার ছবি। বর্ষার জলে ধোয়া উত্তরবঙ্গের ডুয়ার্সের যে কী আশ্চর্য রূপ তা না দেখলে বোঝান যাবে না। তবে ঘুরপাক খাচ্ছে অনেক প্রশ্ন , তাহলে কি বিশ্ব উষ্ণায়নের প্রভাব পড়ছে উত্তরবঙ্গে? বিশ্ব উষ্ণায়ন কি বদলে দিচ্ছে জলবায়ু? এমন অনেক আশঙ্কার মেঘ ঘোরাফেরা করছে সাধারণ মানুষের মনে।