TRENDING:

North Bengal Weather: আগাম বর্ষা এসেও বৃষ্টি কম! বদলাচ্ছে উত্তরবঙ্গের জলবায়ু?

Last Updated:

২০২৩ সালের সিকিম লেক বিপর্যয়ের পরের  দুঃসহ স্মৃতি আজও টাটকা, তবে এবার চিত্রটা আলাদা।

advertisement
সুরজিৎ দে , জলপাইগুড়ি: ২০২৩ সালের সিকিম লেক বিপর্যয়ের দুঃসহ স্মৃতি আজও টাটকা, তবে এবার চিত্রটা আলাদা। ক্যালেন্ডার অনুসারে বর্ষাকাল হলেও  উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দেখা মেলে নি। উত্তরবঙ্গে বর্ষার আগমনের একমাস পার হলেও এখনও পর্যন্ত দেখা মেলে নি পর্যাপ্ত বৃষ্টির।জুন মাস শেষে জুলাই শুরু হলেও উত্তরবঙ্গে এখনও তেমনভাবে দাপট দেখায়নি বর্ষা।
advertisement

উত্তরবঙ্গের প্রতি বর্ষার এই বিরাগভাজন হওয়া নিয়ে রীতিমত উদ্ধেগ  বাড়ছে উত্তরবঙ্গবাসীদের  মনে। জুলাইতেও বর্ষা নিয়ে এখনও আশার আলো দেখাতে পারেনি আবাহওয়া দফতর। হাওয়া অফিস সূত্রের খবর, হিসাব অনুযায়ী হিমালয়ের পাদদেশে  উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে বর্ষা ঢোকার সঙ্গে সঙ্গেই ভারী বৃষ্টির দেখা মিলত, কিন্তু বর্তমানে ক্রমশ সেই রূপ বদলাচ্ছে বৃষ্টির।

আরও পড়ুন: বদলে যাচ্ছে আলুয়াবাড়ি রোড-ঠাকুরগঞ্জ স্টেশন, নিউ জলপাইগুড়িগামী যাত্রীদের জন্য বিরাট সুবিধা

advertisement

হাওয়া অফিস বলছে, মৌসুমী অক্ষরেখা আপাতত সক্রিয় হওয়ার কোনও সম্ভাবনা নেই। বর্ষার অনুকূল পরিস্থিতি কবে হবে তা নিয়ে এখনও পর্যন্ত সুস্পষ্টভাবে কিছু জানা যায়নি। এবার আগেভাগেই উত্তরবঙ্গে বর্ষা এলেও  বৃষ্টির আগমনে শুরু থেকেই তৈরি হয়েছে বিলম্ব। মূলত বর্ষার ঢোকার পর থেকেই বৃষ্টিপাতের দরুন  জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাগুলিতে বিভিন্ন নদীর জল স্তর বেড়ে ওঠে, কিন্তু সেচ দফতরের এবং ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডির পূর্বাভাস অনুযায়ী  এই দুই মাস অর্থাৎ অগাস্ট পর্যন্ত তেমনভাবে বৃষ্টির দেখা মিলবেনা।  উত্তরবঙ্গে থমকে রয়েছে বর্ষা।

advertisement

আরও পড়ুন: হাসিমারাতে বন্ধুর হাতেই মৃত্যু অপর এক বন্ধুর! কী এমন হল?

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ফলে বেশ কয়েকদিন প্যাচপ্যাচে গরম সহ্য করতে হবে l দুপুরবেলা হলেই ভ্যাপসা গরমে হাঁসফাস করছে  জেলার মানুষ।  সিকিমের রাস্তা দিয়ে এই সময় বৃষ্টির ফোঁটাতে মুগ্ধ হয় পর্যটক। ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে সাধারণ মানুষের মনে রয়েছে চিন্তার ছবি। বর্ষার জলে ধোয়া উত্তরবঙ্গের ডুয়ার্সের যে কী আশ্চর্য রূপ তা না দেখলে বোঝান যাবে না। তবে ঘুরপাক খাচ্ছে অনেক প্রশ্ন , তাহলে কি বিশ্ব উষ্ণায়নের প্রভাব পড়ছে উত্তরবঙ্গে? বিশ্ব উষ্ণায়ন কি বদলে দিচ্ছে জলবায়ু? এমন অনেক আশঙ্কার মেঘ ঘোরাফেরা করছে  সাধারণ মানুষের মনে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal Weather: আগাম বর্ষা এসেও বৃষ্টি কম! বদলাচ্ছে উত্তরবঙ্গের জলবায়ু?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল