Hasimara: হাসিমারাতে বন্ধুর হাতেই মৃত্যু অপর এক বন্ধুর! কী এমন হল?
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Hasimara- বন্ধুর কারণে জীবন হারাল আরেক বন্ধু। এই ঘটনা ঘটেছে হাসিমারা এলাকায়। প্রথমে বচসা, আর তার জেরেই শুরু হয় হাতাহাতি।
আলিপুরদুয়ার: বন্ধুর কারণে জীবন হারাল আরেক বন্ধু। এমন ঘটনা ঘটেছে হাসিমারা এলাকায়। প্রথমে বচসা, আর তার জেরেই শুরু হয় হাতাহাতি।
এর পরই লাঠির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির। ঘটনায় দুজকে গ্রেফতার করেছে পুলিশ। কালচিনি ব্লকের ভার্নবাড়ি চা বাগানের ঘটনা।
আরও পড়ুন- প্রেমে পাগল হয়েছিলেন শোয়েব আখতার! বলিউড সুন্দরী পাত্তা দেননি! এর পর ‘বড়’ ঘটনা
পুলিশ সূত্রে খবর, এদিন বাগানের গুদামলাইনের বাসিন্দা বিজয় লোহারের সঙ্গে রাজু ইন্দোওয়ার ও অভিনাশ লোহারের কোনও এক বিষয়ে বচসা বাঁধে। এর পরই তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। এর পরই দুই অভিযুক্ত রাজু ও অভিনাশ লাঠি দিয়ে এলোপাথাড়ি মারতে শুরু করে বিজয়কে। মাথায় সেই লাঠির আঘাতেই মাটিতে লুটিয়ে পড়েন বিজয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতার করে হাসিমারা ফাঁড়ির পুলিশ।
advertisement
advertisement
কী কারণে বচসা তা পরিষ্কার নয়! পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল। তার দেহ কোচবিহার মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং দুই অভিযুক্তকে এদিন আলিপুরদুয়ার আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Annanya Dey
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 03, 2025 8:10 PM IST