Indian Railways: বদলে যাচ্ছে আলুয়াবাড়ি রোড-ঠাকুরগঞ্জ স্টেশন, নিউ জলপাইগুড়িগামী যাত্রীদের জন্য বিরাট সুবিধা

Last Updated:

Indian Railways: দ্রুত গতিতে ট্রেন চালাতে পরিকাঠামো উন্নয়নে জোর। বদলাচ্ছে ভারতীয় রেলের উত্তর-পূর্ব সীমান্ত রেলের দুই স্টেশন।

ভারতীয় রেলের পক্ষ থেকে যাত্রীদের জন্য একটি দারুন সুখবর এল। ভারতীয় রেলের টিকিট বুকিং ওয়েবসাইট আইআরসিটিসি যাত্রীদের জন্য একটি নতুন সুবিধা চালু করেছে। এখন থেকে ট্রেন দেরিতে চললে বা এসি কামরায় কোনও যান্ত্রিক সমস্যা হলে যাত্রীরা তাঁদের টিকিটের পুরো টাকা ফেরত পেতে পারেন। যাত্রীদের সমস্যা কমাতে ভারতীয় রেল থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতীয় রেলের পক্ষ থেকে যাত্রীদের জন্য একটি দারুন সুখবর এল। ভারতীয় রেলের টিকিট বুকিং ওয়েবসাইট আইআরসিটিসি যাত্রীদের জন্য একটি নতুন সুবিধা চালু করেছে। এখন থেকে ট্রেন দেরিতে চললে বা এসি কামরায় কোনও যান্ত্রিক সমস্যা হলে যাত্রীরা তাঁদের টিকিটের পুরো টাকা ফেরত পেতে পারেন। যাত্রীদের সমস্যা কমাতে ভারতীয় রেল থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলকাতা: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে আলুয়াবাড়ি রোড-ঠাকুরগঞ্জ সেকশনের দ্বৈতকরণ অনুমোদিত। রেল মন্ত্রালয় উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে আলুয়াবাড়ি রোড এবং ঠাকুরগঞ্জের মধ্যে রেল লাইন দ্বৈতকরণ করার গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত কাজের অনুমোদন দিয়েছে, যার মোট দৈর্ঘ্য ১৯.৯৫কিলোমিটার।
অর্থবর্ষ ২০২৪-২৫-এর আনুমানিক ৩২৬.৬৭ কোটি টাকা ব্যয় সাপেক্ষে অনুমোদিত এই প্রকল্পটি ক্ষমতা বৃদ্ধির জন্য মাল্টি-ট্র্যাকিং এবংফ্লাইওভার/বাইপাস কাজের জন্য আমব্রেলা পদক্ষেপের অধীনে গ্রহণ করা হয়েছে। এই দ্বৈতকরণ পূর্ব বিহার এবং উত্তরবঙ্গের জনগণের জন্য আঞ্চলিক গতিশীলতা উন্নতকরণ, ভ্রমণের সময়কাল হ্রাস এবং ট্রেনের সময়ানুবর্তিতায় বৃদ্ধির জন্য প্রচুর সুবিধা হবে। এটি কৃষিপণ্য, উপভোক্তা সামগ্রী এবং প্রয়োজনীয় পণ্য বহনকারী মালবাহী ট্রেনগুলির সুগমচলাচলকে সহজতর করবে, যার ফলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবেএবং কৃষক ও ব্যবসায়ীদের বাজারে উন্নত প্রবেশযোগ্যতা নিশ্চিত হবে।
advertisement
আরও পড়ুন: শমীক দায়িত্ব নিতেই এবার কি তৃণমূলে যোগ দিচ্ছেন দিলীপ ঘোষ? এবার সরাসরি জানিয়ে দিলেন BJP-র প্রাক্তন রাজ্য সভাপতি…
আলুয়াবাড়ি রোড-ঠাকুরগঞ্জ সেকশনটি আলুয়াবাড়িকে নিউ জলপাইগুড়ির সঙ্গে সংযোগকারী হাই-ডেনসিটি নেটওয়ার্ক রুটে অবস্থিত। এই গুরুত্বপূর্ণ করিডোরটিতে ইতিমধ্যেই ৯৪% হাই ইউটিলাইজেশন রেটরয়েছে, যা ২০২৭-২৮-এর মধ্যে ২০০% পর্যন্ত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সেকশনের দ্বৈতকরণ করার ফলে লাইনের ক্ষমতায় উল্লেখযোগ্যভাবে উন্নত, ডিটেনশন সময় হ্রাস এবং পরিচালনের ক্ষেত্রে নমনীয়তা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। আরারিয়া এবং গলগলিয়ার মধ্যে নতুন লাইনের মতো সমান্তরাল পরিকাঠামো প্রকল্পগুলি সম্পন্ন হওয়ার সঙ্গে এই সেকসনের কৌশলগত প্রাসঙ্গিকতা আরও বৃদ্ধি পাবে।
advertisement
advertisement
আরও পড়ুন: ধান উৎপাদনে গোটা দেশে ফের রেকর্ড, বাংলার মুকুটে নয়া পালক! সুখবর ঘোষণা মুখ্যমন্ত্রীর
এই জায়গাটি নিউ জলপাইগুড়ি সন্নিহিত হওয়ার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচুর ট্রেন যাতায়াত করে। এছাড়া পণ্যবাহী ট্রেনের যাতায়াত বেড়েছে এই অংশ দিয়ে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন,
বৃহত্তর প্রেক্ষাপটে, এই প্রকল্পটি বিহার, পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্বাঞ্চলে পরিবহণ নেটওয়ার্কের সামগ্রিক দক্ষতা বৃদ্ধি করবে, যার ফলে এই গুরুত্বপূর্ণ করিডোরে যানজট কমাবে, যা ভারতের পূর্ব এবং উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে কাজ করে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে এই প্রকল্পটি দক্ষতার সঙ্গে বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যার ফলে এই অঞ্চলের সংযোগ এবং উন্নয়নের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত হয়।
advertisement
আবীর ঘোষাল
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Indian Railways: বদলে যাচ্ছে আলুয়াবাড়ি রোড-ঠাকুরগঞ্জ স্টেশন, নিউ জলপাইগুড়িগামী যাত্রীদের জন্য বিরাট সুবিধা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement