Dilip Ghosh on TMC: শমীক দায়িত্ব নিতেই এবার কি তৃণমূলে যোগ দিচ্ছেন দিলীপ ঘোষ? এবার সরাসরি জানিয়ে দিলেন BJP-র প্রাক্তন রাজ্য সভাপতি...

Last Updated:
Dilip Ghosh on TMC: বেশ কয়েক মাস ধরে বিজেপির সঙ্গে যেভাবে দূরত্ব বেড়েছে দিলীপ ঘোষের, তাতে রাজনৈতিকমহলে প্রশ্ন উঠতে শুরু করেছে দলবদলেরও।
1/8
বৃহস্পতিবারই সায়েন্স সিটি অডিটোরিয়ামে হল শমীক ভট্টাচার্যের রাজ্য সভাপতি নির্বাচন ও অভিনন্দন সমারোহ অনুষ্ঠান। সেখানে বিজেপির বড়, মাঝারি সব নেতা উপস্থিত থাকলেও নেই দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলাবাহুল্য, দিলীপ ঘোষকে আমন্ত্রণই জানানো হয়নি এই অনুষ্ঠানে। কিন্তু কেন আমন্ত্রণ জানানো হল না দিলীপকে?
বৃহস্পতিবারই সায়েন্স সিটি অডিটোরিয়ামে হল শমীক ভট্টাচার্যের রাজ্য সভাপতি নির্বাচন ও অভিনন্দন সমারোহ অনুষ্ঠান। সেখানে বিজেপির বড়, মাঝারি সব নেতা উপস্থিত থাকলেও নেই দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলাবাহুল্য, দিলীপ ঘোষকে আমন্ত্রণই জানানো হয়নি এই অনুষ্ঠানে। কিন্তু কেন আমন্ত্রণ জানানো হল না দিলীপকে?
advertisement
2/8
দলীয় সূত্রে খবর, দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি। সূত্রের খবর, কেন্দ্রীয় পর্যবেক্ষকরা রাজ্য নেতৃত্বকে নিষেধ করেছেন দিলীপ ঘোষকে এই সমাবর্তন বা রাজ্য সভাপতি বরণ সংক্রান্ত বিষয়ে আমন্ত্রণ করতে। তাই দিলীপ অনুপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে খবর, দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি। সূত্রের খবর, কেন্দ্রীয় পর্যবেক্ষকরা রাজ্য নেতৃত্বকে নিষেধ করেছেন দিলীপ ঘোষকে এই সমাবর্তন বা রাজ্য সভাপতি বরণ সংক্রান্ত বিষয়ে আমন্ত্রণ করতে। তাই দিলীপ অনুপস্থিত ছিলেন।
advertisement
3/8
শুক্রবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ নিজের কর্ম ভবিষ্যৎ নিয়ে কথা বললেন। বেশ কয়েক মাস ধরে বিজেপির সঙ্গে যেভাবে দূরত্ব বেড়েছে দিলীপ ঘোষের, তাতে রাজনৈতিকমহলে প্রশ্ন উঠতে শুরু করেছে দলবদলেরও।
শুক্রবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ নিজের কর্ম ভবিষ্যৎ নিয়ে কথা বললেন। বেশ কয়েক মাস ধরে বিজেপির সঙ্গে যেভাবে দূরত্ব বেড়েছে দিলীপ ঘোষের, তাতে রাজনৈতিকমহলে প্রশ্ন উঠতে শুরু করেছে দলবদলেরও।
advertisement
4/8
আপনি কি তৃণমূলে চলে যাবেন? সাংবাদিকের প্রশ্নে দিলীপ ঘোষ বলেন, 'আমার রাজনৈতিক ভবিষ্যত পার্টি ঠিক করবে। ভগবানের খাতায় লেখা আছে। আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল। আমি নিজে থেকে আসিনি। পার্টি চেয়েছে তাই আমি এসেছি। পার্টি আমাকে রাজ্য সভাপতি করেছে, বিধায়ক করেছে, সাংসদ করেছে, জাতীয় নেতা করেছে। আমি নিজে থেকে কিছু চাইনি। পার্টি আমাকে গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে। আমি নিজে এগুলোর কোনওটাই চাইনি। পার্টি যদি মনে করে আমি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তাহলে তাই করব। আমাকে ডাকলে আমি যাই। না ডাকলে যাই না।'
আপনি কি তৃণমূলে চলে যাবেন? সাংবাদিকের প্রশ্নে দিলীপ ঘোষ বলেন, 'আমার রাজনৈতিক ভবিষ্যত পার্টি ঠিক করবে। ভগবানের খাতায় লেখা আছে। আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল। আমি নিজে থেকে আসিনি। পার্টি চেয়েছে তাই আমি এসেছি। পার্টি আমাকে রাজ্য সভাপতি করেছে, বিধায়ক করেছে, সাংসদ করেছে, জাতীয় নেতা করেছে। আমি নিজে থেকে কিছু চাইনি। পার্টি আমাকে গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে। আমি নিজে এগুলোর কোনওটাই চাইনি। পার্টি যদি মনে করে আমি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তাহলে তাই করব। আমাকে ডাকলে আমি যাই। না ডাকলে যাই না।'
advertisement
5/8
দিলীপ ঘোষ মানেই তো চমক। তবে কি আগামী কয়েক দিনের মধ্যে কোনও চমক দেখবেন রাজ্যবাসী? দিলীপ ঘোষের দাবি, 'কল্পনা করতে তো পয়সা লাগে না। অনেকেই করছে। ২১ তারিখ পর্যন্ত কল্পনার ডেট দেওয়া হয়েছে। তারিখ পে তারিখ। কিছু একটা মার্কেটে থাকে। দিলীপ ঘোষ মার্কেটে আছে।'
দিলীপ ঘোষ মানেই তো চমক। তবে কি আগামী কয়েক দিনের মধ্যে কোনও চমক দেখবেন রাজ্যবাসী? দিলীপ ঘোষের দাবি, 'কল্পনা করতে তো পয়সা লাগে না। অনেকেই করছে। ২১ তারিখ পর্যন্ত কল্পনার ডেট দেওয়া হয়েছে। তারিখ পে তারিখ। কিছু একটা মার্কেটে থাকে। দিলীপ ঘোষ মার্কেটে আছে।'
advertisement
6/8
দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রীক দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। মন্দিরে তাঁকে আপ্যায়ন করতে দেখা গিয়েছিল প্রথম সারির তৃণমূল নেতাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সেদিন আলাপচারিতায় দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। তবে কি তৃণমূলের সঙ্গে তিক্ততা নেই আর দিলীপ ঘোষের?
দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রীক দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। মন্দিরে তাঁকে আপ্যায়ন করতে দেখা গিয়েছিল প্রথম সারির তৃণমূল নেতাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সেদিন আলাপচারিতায় দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। তবে কি তৃণমূলের সঙ্গে তিক্ততা নেই আর দিলীপ ঘোষের?
advertisement
7/8
জবাবে দিলীপ ঘোষ বলেন, 'আমার সঙ্গে কুণাল অরূপের অনেক আগে থেকে পরিচয়। এখনও আছে। আগামী দিনেও থাকবে। দিলীপ ঘোষ ওরকম ভাবে ভাবে না। কাল শত্রু ছিল, আজ বন্ধু হল আবার পরেরদিন শত্রু হল, দিলীপ ঘোষ ওইভাবে ভাবে না। যারা ওরকম করে তাঁদের সমস্যা আছে। দিলীপ ঘোষের এরকম কোনও সমস্যা নেই।'
জবাবে দিলীপ ঘোষ বলেন, 'আমার সঙ্গে কুণাল অরূপের অনেক আগে থেকে পরিচয়। এখনও আছে। আগামী দিনেও থাকবে। দিলীপ ঘোষ ওরকম ভাবে ভাবে না। কাল শত্রু ছিল, আজ বন্ধু হল আবার পরেরদিন শত্রু হল, দিলীপ ঘোষ ওইভাবে ভাবে না। যারা ওরকম করে তাঁদের সমস্যা আছে। দিলীপ ঘোষের এরকম কোনও সমস্যা নেই।'
advertisement
8/8
দিলীপ ঘোষের বক্তব্য, 'আমি জগন্নাথ মন্দির গিয়ে কারও প্রতিনিধিত্ব করিনি। আমাকে মুখ্যসচিব চিঠি দিয়েছিলেন। আমি একজন সম্মানীয় নাগরিক। সেই হিসেবে গিয়েছি। সরকারি প্রকল্প। কিন্তু আমি মনে করি ওই মন্দির তৈরিতে আমার ট্যাক্সের টাকা আছে। এটা কারও পৈতৃক সম্পত্তি নয়। বহু লোক আমাকে ডাকে।' (রিপোর্টার-- অনুপ চক্রবর্তী)
দিলীপ ঘোষের বক্তব্য, 'আমি জগন্নাথ মন্দির গিয়ে কারও প্রতিনিধিত্ব করিনি। আমাকে মুখ্যসচিব চিঠি দিয়েছিলেন। আমি একজন সম্মানীয় নাগরিক। সেই হিসেবে গিয়েছি। সরকারি প্রকল্প। কিন্তু আমি মনে করি ওই মন্দির তৈরিতে আমার ট্যাক্সের টাকা আছে। এটা কারও পৈতৃক সম্পত্তি নয়। বহু লোক আমাকে ডাকে।' (রিপোর্টার-- অনুপ চক্রবর্তী)
advertisement
advertisement
advertisement