TRENDING:

Offbeat Destination: মিরিকের কাছে এই গ্রাম যেন কোনও ইরোপিয়ান কলোনি! বড়দিনের ছুটিতে ঘুরে আসুন

Last Updated:

Offbeat Destination: বিচিত্র পাখির আনাগোনা আর তাদের কলতানে মুখরিত এই ছোট্ট অনবদ্য তুকরে।পাহাড়ের গা বেয়ে উঠে গিয়েছে সুদূরপ্রসারী সেই চা-বাগান। গ্রামটির পাশ দিয়ে বয়ে চলেছে রাঙভাঙ নদী তার নিজস্ব ছন্দে আর শব্দে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মিরিক: এই গ্রামে এলেই মনে হবে যেন কোন ইউরোপিয়ান কলোনিতে দাঁড়িয়ে রয়েছেন। উত্তরবঙ্গে দার্জিলিং পাহাড়ে অবস্থিত একটি নেপালি গ্রাম তুকরে, যা এক কথায় প্রকৃতিপ্রেমীর কাছে স্বর্গরাজ্য।প্রকৃতি যাঁরা ভালোবাসেন, প্রকৃতির কোলে যাঁরা থাকতে চান তাঁদের জন্য তুকরে অসাধারণ। তাবাকোশীর পাশেই এই গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না ঠিকই কিন্তু এই জায়গার সৌন্দর্য বাড়িয়েছে চা-বাগান। পাহাড়ের গা বেয়ে উঠে গিয়েছে সুদূরপ্রসারী সেই চা-বাগান। গ্রামটির পাশ দিয়ে বয়ে চলেছে রাঙভাঙ নদী তার নিজস্ব ছন্দে আর শব্দে।
advertisement

আরও পড়ুনঃ বাসে যাতায়াত পুরো ফ্রি, লাগবে না একটা টাকাও! ঝাড়গ্রামে বিরাট ঘোষণা, কিন্তু কাদের জন্য জানেন?

বিচিত্র পাখির আনাগোনা আর তাদের কলতানে মুখরিত এই ছোট্ট অনবদ্য তুকরে। নদীর পাশে আছে একটি সুন্দর পার্ক। সব মিলিয়ে সুন্দর মন জুড়ানো পরিবেশে বেশ কয়েকটা দিন কাটাতে পারলে আপনার শরীরে যে গাদা গাদা অক্সিজেন ঢুকবে তা আর বলার অপেক্ষা রাখে না। আর এই কমলালেবুর মরশুমে এলে তো আরও জমে যাবে ব্যাপারটা। সন্ধ্যায় নদীর ধারে বসে পাহাড়ি নদীর বয়ে যাওয়া কুল কুল শব্দ শুনুন । পাশে ওই বাগানটি ছাড়াও রয়েছে একটি কৃত্রিম হ্রদ। বোটিংও হয়।

advertisement

আরও পড়ুনঃ শীতে আপেল,কমলা নয়! পাতে রাখুন এই লাল ‘ফল’! রোগভোগ ঘেঁষবেনা কোনও ভাবেই, ৫০-এ তরতাজা যৌবন

View More

এ ছাড়া তুকরে থেকে দেখতে পারেন মিরিক লেক, গোপালধারা চা বাগান, সীমানা ভিউ পয়েন্ট, যেতে পারেন পশুপতি মার্কেট (নেপাল)। সবই খুবই কাছাকাছি। এখানে আসতে হলেপ্রথমে ট্রেনে এনজেপি বা বিমানে বাগডোগরা পৌঁছন। সেখান থেকে মিরিক লেক যাওয়ার রাস্তা ধরুন। লেক পেরিয়ে গোপালধারা চা বাগানের দিকে দু’ কিমি গেলেই রাঙভাঙ মোড় । ঘুরুন ডান দিকে। এখান থেকে সাড়ে পাঁচ কিমি নীচে নামতে হবে। শিলিগুড়ি থেকে সরাসরি আসতে চাইলে গাড়ি ভাড়া করে নেওয়াই ভাল। নইলে শেয়ার জিপে মিরিক এসে, সেখান থেকে গাড়ি বদল করতে পারেন। এখানে থাকার জন্য সংগাভা রিসর্ট অন্যতম। এই সিজন টাইমে আসতে হলে আগে থেকে বুক করে আসা ভাল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Offbeat Destination: মিরিকের কাছে এই গ্রাম যেন কোনও ইরোপিয়ান কলোনি! বড়দিনের ছুটিতে ঘুরে আসুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল