Bangla News: বাসে যাতায়াত পুরো ফ্রি, লাগবে না একটা টাকাও! ঝাড়গ্রামে বিরাট ঘোষণা, কিন্তু কাদের জন্য জানেন?

Last Updated:

Bangla News: তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা দিবসে নজর কাড়া ঘোষণা করল ঝাড়গ্রাম জেলা তৃণমূল শ্রমিক সংগঠন। সাংবাদিকরাও শ্রমজীবী তাঁরাও পরিশ্রম করে এই বার্তা দেওয়ার জন্য ঝাড়গ্রাম জেলায় সমস্ত বেসরকারি বাসে সাংবাদিকদের আর কোনও ভাড়া লাগবে না তা ঘোষণা করা হয়।

 শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা দিবস
শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা দিবস
ঝাড়গ্রাম: তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা দিবসে নজর কাড়া ঘোষণা করল ঝাড়গ্রাম জেলা তৃণমূল শ্রমিক সংগঠন। সাংবাদিকরাও শ্রমজীবী তাঁরাও পরিশ্রম করে এই বার্তা দেওয়ার জন্য ঝাড়গ্রাম জেলায় সমস্ত বেসরকারি বাসে সাংবাদিকদের আর কোনও ভাড়া লাগবে না তা ঘোষণা করা হয়। রাজ্যের মধ্যে প্রথম এই ধরনের পদক্ষেপ গ্রহণ করল ঝাড়গ্রাম জেলা তৃণমূল শ্রমিক সংগঠন। ঝাড়গ্রাম জেলা বাস পরিবহন তৃণমূল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ঝাড়গ্রাম জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মহাশিস মাহাতো ঘোষণা করেন।
আরও পড়ুনঃ শীতে আপেল,কমলা নয়! পাতে রাখুন এই লাল ‘ফল’! রোগভোগ ঘেঁষবেনা কোনও ভাবেই, ৫০-এ তরতাজা যৌবন
মহাশিস মাহাতো বলেন, “সাংবাদিকরা মানুষের কথা সকলের কাছে তুলে ধরার জন্য জেলার এ প্রান্ত থেকে সে প্রান্ত দৌড়ে বেড়ান। দিনের শেষে তাঁরাও শ্রমজীবী। আমরা সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম প্রতিষ্ঠা দিবসের দিন আমরা সাংবাদিকদের জন্য জেলার সমস্ত বেসরকারি বাসে আর ভাড়া লাগবে না তা ঘোষণা করার। তা আমরা আজকের দিনে ঘোষণা করলাম জেলায় বেসরকারি কোনও বাসে সাংবাদিকদের ভাড়া নেওয়া হবে না। ইতিমধ্যেই সমস্ত বাস মালিকদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে”।
advertisement
ঝাড়গ্রাম জেলা বাস পরিবহন তৃণমূল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে পালিত হল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা দিবস। সোমবার সকালে ঝাড়গ্রাম শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ঝাড়গ্রাম জেলা বাস পরিবহন তৃণমূল শ্রমিক ইউনিয়নের দলীয় কার্যালয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। পতাকা উত্তোলন করেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মহাশিস মাহাতো।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পৌষ-মাঘ মাসে মাত্র ৩০ দিন পাওয়া যায় এই ফল…! শক্তির সিন্দুক! উপকার শুনলে এখনই ছুটবেন বাজারে
প্রসঙ্গত, ২০০০ সালের ৯ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল তৃণমূলের শ্রমিক সংগঠন। এদিনের অনুষ্ঠানেউপস্থিত ছিলেন, ঝাড়গ্রাম জেলা তৃণমূলেরশ্রমিক সংগঠনের জেলা সহ-সভাপতি তথা রাজ্য কমিটির সদস্য অজয় কুমার সেন, এছাড়াও বিভিন্ন নেতৃত্ব ওশ্রমিক সংগঠনের সদস্যরা।
advertisement
বুদ্ধদেব বেরা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: বাসে যাতায়াত পুরো ফ্রি, লাগবে না একটা টাকাও! ঝাড়গ্রামে বিরাট ঘোষণা, কিন্তু কাদের জন্য জানেন?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement