TRENDING:

Cooch Behar News: আধুনিকতায় কদর কমেনি এতটুকুও! ভিনরাজ্য থেকে আজও আসা হয় 'এই' খাবার বিক্রি করতে

Last Updated:

Cooch Behar News: কিছুটা গোলাকার এবং রঙিন ধরনের হওয়ার কারণে এই জিনিসকে অনেকে বরফ গোলা বলেও চিনতেন। একটা সময় ছোট থেকে বড় সকলের কাছে আইসক্রিমের চেয়েও বেশি পছন্দের ছিল এই জিনিস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: মূলত বরফ কুচি, সুস্বাদু রঙিন পানীয় এবং জলজিরা মশলা মিশিয়ে তৈরি করা হয় গোলা। দেখতে কিছুটা গোলাকার এবং রঙিন ধরনের হওয়ার কারণে এই জিনিসকে অনেকে বরফ গোলা বলেও চিনতেন। একটা সময় ছোট থেকে বড় সকলের কাছে আইসক্রিমের চেয়েও বেশি পছন্দের ছিল এই জিনিস। তবে আধুনিকতার ফলে এই জিনিসের বর্তমানে কদর কমেছে অনেকটা। এখন আর এই জিনিস বিক্রেতাদের রাস্তায় রাস্তায় দেখতে পাওয়া যায় না খুব একটা। তবে আজও বেশকিছু মানুষ এই জিনিস বিক্রি করতে আসেন ভিন রাজ্য থেকে।
advertisement

বরফ গোলা বিক্রেতা হরকিশোর সিং জানান, তাঁর বাড়ি বিহারের মোতিহারি চম্পারণে। দীর্ঘ সময় ধরে তিনি জিনিস বিক্রি করে আসছেন। বেশ অনেকটা সময় আগেই তিনি এই রাজ্যে এসেছিলেন। প্রথমে শিলিগুড়িতে এই জিনিস বিক্রি করতেন। পরবর্তী সময়ে তিনি কোচবিহারে আসেন। এখানেও প্রায় ন’বছর ধরে এই জিনিস বিক্রি করছেন তিনি। ১০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত দামে এই বিশেষ ঠান্ডা বরফ গোলা বিক্রি করেন তিনি। মূলত বরফ কুচি, রঙিন সুস্বাদু পানীয় এবং জলজিরা মশলা দিয়ে বানানো হয় এটি।

advertisement

তিনি আরও জানান, আজও বাচ্চা থেকে বড় অনেকেই এই জিনিস দেখলেই দোকানের সামনে ছুটে আসেন। তবে বিভিন্ন স্কুল এবং কলেজগুলির সামনে বিক্রি বেশি হয়। বাজারে নিত্যনতুন ধরনের আইসক্রিম থাকলেও এই জিনিসের প্রতি টান রয়েছে মানুষের। তাই দিন শেষে ভাল টাকা উপার্জন হয় তাঁর। বরফ গোলা ক্রেতা আশিক রহমান জানান, এই জিনিসের স্বাদ বেশ অনেকটাই ভাল লাগে তাঁর। তাই তিনি এই দোকান দেখলেই খাওয়ার জন্য দোকানে আসেন। তবে এখন আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে এই ধরনের দোকানের সংখ্যা। হাতেগোনা কয়েকটি দোকান রয়েছে।

advertisement

View More

দীর্ঘ সময় ধরে এক প্রকার রুজিরুটির টানেই এই মানুষেরা আসেন এই রাজ্যে। গরমের মরশুমে এই জিনিসের বিক্রি বেড়ে ওঠে অনেকটা। তাই এই সময় ব্যবসাও ভাল হয়। বর্তমানে এই জিনিসের দোকানের সংখ্যা কমলেও কদর রয়েছে মানুষের মধ্যে এই জিনিসের। তাই বিক্রেতারাও মরশুম এলেই হাজির হন এই জিনিস নিয়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cooch Behar News: আধুনিকতায় কদর কমেনি এতটুকুও! ভিনরাজ্য থেকে আজও আসা হয় 'এই' খাবার বিক্রি করতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল