শীতকালীন গাছগুলোতে যাতে দ্রুত ফুল ফোটে এবং দীর্ঘ সময় ধরে তরতাজা ফুল থাকে, সেই বিষয়েই ক্রেতাদের পরামর্শ দিচ্ছিলেন তিনি।প্রকৃতির বিশেষ নিয়মে শীত মরশুমে খুব ভাল ফুল ফোটে। আর এই মরশুমের ফুলের সংখ্যা এত বেশি যে আপনি চাইলেই ১০০ রকম বাহারি সব ফুল দিয়ে আপনার বারান্দা, করিডোর,বাগান সাজিয়ে ফেলতে পারেন খুব সহজেই। শীতকালীন ফুলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, বড় বড় ইনকা গাঁদা, ছোট ছোট চায়না গাঁদা, দেশি গাঁদা, রক্ত গাঁদা, হলুদে লাল মিশানো জাম্বো গাঁদা, রাজ গাঁদা ইত্যাদি। এছাড়াও দেশি-বিদেশি বেশ কিছু জনপ্রিয় ফুল যেমন, চন্দ্রমল্লিকা, ডালিয়া, সূর্যমুখী, জারবেরা এসব তো রয়েইছে।
advertisement
আরও পড়ুন: একবার ফসল ফলালেই পাবেন প্রতিবছর লাভ! নামমাত্র খরচে করুন এই ফলের চাষ
আরও পড়ুন: বল ভেবে বোমায় হাত! খিচুড়ি আনতে গিয়ে গুরুতর আহত তিন শিশু
বাড়ির ছাদ, বারান্দা বা সিঁড়িঘরে পোড়ামাটির টবে কাঁচা মাটি রেখে শীতকালীন এসব ফুলের সঙ্গে গোলাপকেও কিন্তু সঙ্গী করতেই পারেন। এবার জানতে হবে কীভাবে যত্ন করলে ফুলের গাছগুলি দ্রুত বেড়ে উঠবে আর ফুল বেশি সময় ধরে তরতাজা থাকবে। ফুল গাছ বিক্রেতা নিমাই বাবুর কথায়, দিনের বেলায় জল আর রাতের বেলায় গাছ গুলোকে খেতে দিন কুয়াশা। এতেই সুস্বাস্থ্য বজায় থাকবে গাছের আর সতেজ ফুল দেখে ঝরঝরে হবে নানান দৈনন্দিন চাপে ভারাক্রান্ত হয়ে থাকা মন।
সুরজিৎ দে
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F