এর প্রতিকার খুব সহজ কার্বেন্ডাজিম এবং ম্যান্কোজেবের মিশ্র ছত্রাকনাশক ১.৫ গ্রাম প্রতি লিটার জলে আঠা সহযোগে স্প্রে দিতে হবে। এছাড়াও পাউডারি মিলডিউ পাতার উপরে সাদা পাউডারের মত ছত্রাকে গাছ দুর্বল হয়ে মারা পড়ে। তার জন্য কার্বেন্ডাজিম ও ম্যান্কোজেবের মিশ্র ছত্রাকনাশক ১.৫ গ্রাম প্রতি লিটার জলে আঠা সহযোগে স্প্রে। এছাড়াও জাব পোকা, থ্রিপস বা চোষী পোকা, এগুলি পাতার রস শোষনকারী পোকা। এগুলি থেকে বাঁচতে ইমিডাক্লোপ্রিড ১ মিলি প্রতি ৩ লিটার জলে গুলে নিয়মিত স্প্রে করতে হবে।
advertisement
আরও পড়ুন: ফাটা গোড়ালির সমস্যা? এই নিয়ম মানলে দু’দিনে ঠিক হবে! জানুন বিশেষজ্ঞের মত
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কৃষি বিশেষজ্ঞ দীপন মন্ডল বলেন, গাছের গোড়ায় জল জমলে নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। আগাছা জন্মালেই নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করতে হবে।
গাঁদা ফুলে রোগ বালাই তেমন হয়না। তবে জাব পোকা বা ছত্রাকজনিত সংক্রমণ ঘটলে খুব সহজেই তা থেকে রেহাই পাওয়া যায়। গাছ বড় হলে খুঁটির সঙ্গে বেঁধে দিলে গাছ সোজা থাকে। এতে ফুলের গুনগত মান ভাল হয়। গাছে ফুলের সংখ্যা বৃদ্ধি করার জন্য ফুল আসার একমাস আগে গাছের ডগা ভেঙে দিতে হবে। একটি শাখায় ঘন হয়ে অনেকগুলো ফুল বা কুঁড়ি ধরলে উপরের একটি বা দুইটি রেখে বাকিগুলো ভেঙ্গে দিতে হবে যাতে ফুল বড় হয়।
অনির্বাণ রায়





