অবসরপ্রাপ্ত প্রাথমিক স্কুল শিক্ষক শ্যামল ধর জানান, “বাগানে ডালিয়া, হাইব্রিড গাঁদা, পিটুনিয়া, ডায়েনথাস, প্যানজির মতো বিভিন্নরকম ফুল রয়েছে। ফুল বাগান থাকবে, অথচ সেখানে প্রজাপতি থাকবে না, তা কীভাবে হয়? তাই নিজের হাতেই থার্মোকল এবং রং দিয়ে প্রজাপতি তৈরি করে বাগানের মাঝে বসিয়ে দিয়েছে সকলের নজর আকর্ষণ করতে। বাগানের মাঝেই রয়েছে পাখিদের জন্য আলাদা জায়গা। সেখানে কিচিরমিচির করে বেড়াচ্ছে জাভা, ফ্রিঞ্চ, লাভবার্ড, বদরি পাখি। বাগানের চারিপাশ বাঁশের টুকরো দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। এছাড়া বাগানের প্রতিটি টবে আঁকা হয়েছে আলপনা। মাটির সরায় আলপনা এঁকে তা দিয়েও সাজানো হয়েছে।”
advertisement
আরও পড়ুন – KKR Captain: সব হিসেবনিকেশ ফেল মেরে গেল, সব জল্পনাই ভুল, রিঙ্কু-ভেঙ্কটেশ কেউই নন, এ মরশুমে কেকেআর অধিনায়ক…
তিনি আরোও জানান, বাগানের পিছন দিকে রয়েছে শতাধিক কৃত্রিম পায়রা। প্রত্যেকটি পায়রা নিজের হাতে তৈরি করেছেন তিনি। পুকুরে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। এই সাজানো বাগান দেখতে লোকজন ভিড় করেন তাঁর বাড়িতে। ইচ্ছাশক্তি থাকলে বয়সটা যে কোনও ব্যাপার না, সেটা তিনি প্রমাণ করেছেন।
প্রাক্তন প্রাথমিক শিক্ষক নিজের হাতে বাগানে ফলিয়েছেন ফুল, পুকুরে ভরা মাছ
তিনি প্রকৃতির কাছাকাছি থাকতে চান। তাই সৃজনশীলতা আর শৈল্পিক চিন্তাভাবনা দিয়ে নিজের বাড়িতেই বানিয়েছেন এই অভয়ারণ্য। তার বাড়ির এই অভয়ারণ্য এবং বাগান বহু মানুষের মানসিক প্রশান্তি খোঁজার জায়গা।
একটা সময় রাষ্ট্রপতি পুরষ্কার তিনি পেয়েছিলেন। তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের হাত থেকে সেই পুরস্কার গ্রহণ করেছিলেন তিনি। বর্তমান সময়ে সেই অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ির বাগান বহু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। দূর-দূরান্তের মানুষেরা এই বাগানে ছুটে আসেন নিজেদের মানসিক শান্তি খুঁজে নিতে।
Sarthak Pandit