KKR Captain: সব হিসেবনিকেশ ফেল মেরে গেল, সব জল্পনাই ভুল, রিঙ্কু-ভেঙ্কটেশ কেউই নন, এ মরশুমে কেকেআর অধিনায়ক...

Last Updated:
KKR Captain: নতুন জার্সি সামনে আনার পরেই, অধিনায়কের নামও সামনে আনল কেকেআর, তুমুল তোলপাড়
1/7
আইপিএল ২০২৫ মরশুমে খেতাব রক্ষার লড়াইতে নামছে কেকেআর৷ গত মরশুমের চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ধরে রাখতে পারেনি তারা৷ নিলাম মঞ্চ থেকে যেভাবে টিম সাজিয়েছিল তাতে একাধিক ক্রিকেটারের যে কেউই হতে পারে অধিনায়ক এরকম জল্পনা ছিল৷ 
আইপিএল ২০২৫ মরশুমে খেতাব রক্ষার লড়াইতে নামছে কেকেআর৷ গত মরশুমের চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ধরে রাখতে পারেনি তারা৷ নিলাম মঞ্চ থেকে যেভাবে টিম সাজিয়েছিল তাতে একাধিক ক্রিকেটারের যে কেউই হতে পারে অধিনায়ক এরকম জল্পনা ছিল৷
advertisement
2/7
KKR - থিঙ্কট্যাঙ্ক সোমবার বেছে নিল আইপিএল ২০২৫ মরশুমে নিজেদের নতুন অধিনায়ক অজিঙ্ক রাহানেকে৷
KKR - থিঙ্কট্যাঙ্ক সোমবার বেছে নিল আইপিএল ২০২৫ মরশুমে নিজেদের নতুন অধিনায়ক অজিঙ্ক রাহানেকে৷
advertisement
3/7
সহ অধিনায়ক হয়েছেন ভেঙ্কটেশ আইয়ার৷ রিঙ্কু সিংকে রিটেন করলেও তাঁকে অধিনায়ক কিম্বা সহ অধিনায়ক কোনওটাই করা হয়নি৷
সহ অধিনায়ক হয়েছেন ভেঙ্কটেশ আইয়ার৷ রিঙ্কু সিংকে রিটেন করলেও তাঁকে অধিনায়ক কিম্বা সহ অধিনায়ক কোনওটাই করা হয়নি৷
advertisement
4/7
এদিকে এর আগে  নতুন জার্সি লঞ্চ করল কেকেআর। সেই জার্সিতে রয়েছে তিনটে স্টার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আইপিএল ২০২৫-এ মাঠে নামবে কেকেআর।
এদিকে এর আগে  নতুন জার্সি লঞ্চ করল কেকেআর। সেই জার্সিতে রয়েছে তিনটে স্টার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আইপিএল ২০২৫-এ মাঠে নামবে কেকেআর।
advertisement
5/7
নাইট রাইডার্সের জার্সিতে রয়েছে উল্লেখযোগ্য বদল। আর সেটা যে হবে এমন আন্দাজ করা গিয়েছিল আগেই। এবার কার্যত নতুন ডিজাইনের জার্সি পরে নামবেন ভেঙ্কটেশ আইয়াররা। জার্সির সামনে কেকেআরের লোগোর ঠিক উপরে থাকছে থ্রি স্টার। তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্মারক হিসেবে থাকবে এই তিনটি তারা।
নাইট রাইডার্সের জার্সিতে রয়েছে উল্লেখযোগ্য বদল। আর সেটা যে হবে এমন আন্দাজ করা গিয়েছিল আগেই। এবার কার্যত নতুন ডিজাইনের জার্সি পরে নামবেন ভেঙ্কটেশ আইয়াররা। জার্সির সামনে কেকেআরের লোগোর ঠিক উপরে থাকছে থ্রি স্টার। তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্মারক হিসেবে থাকবে এই তিনটি তারা।
advertisement
6/7
কেকেআর ২০১২ সালে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। এর পর ২০১৪ সালে কলকাতা দ্বিতীয়বার আইপিএলের ট্রফি জেতে। ২০২৪ সালে দীর্ঘ ১০ বছরের ট্রফি খরা কাটিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স।
কেকেআর ২০১২ সালে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। এর পর ২০১৪ সালে কলকাতা দ্বিতীয়বার আইপিএলের ট্রফি জেতে। ২০২৪ সালে দীর্ঘ ১০ বছরের ট্রফি খরা কাটিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স।
advertisement
7/7
কেকেআরের জার্সি প্রকাশের ভিডিওতে রিঙ্কু সিং, রমনদীপ, মণীশ পান্ডেদের দেখা গেল, ভেঙ্কটেশ আইয়ার কিম্বা রিঙ্কু সিং যেহেতু বেশ কিছু বছর কেকেআর জার্সিতে খেলছেন তাই ভাবা হয়েছিল হয়ত এঁদের কেউ একজন অধিনায়ক এবং অজিঙ্ক রাহানেকে সহ অধিনায়ক করবে টিম৷ কিন্তু রেসে সকলকে পিছনে ফেলে অধিনায়ক রাহানেই৷ 
কেকেআরের জার্সি প্রকাশের ভিডিওতে রিঙ্কু সিং, রমনদীপ, মণীশ পান্ডেদের দেখা গেল, ভেঙ্কটেশ আইয়ার কিম্বা রিঙ্কু সিং যেহেতু বেশ কিছু বছর কেকেআর জার্সিতে খেলছেন তাই ভাবা হয়েছিল হয়ত এঁদের কেউ একজন অধিনায়ক এবং অজিঙ্ক রাহানেকে সহ অধিনায়ক করবে টিম৷ কিন্তু রেসে সকলকে পিছনে ফেলে অধিনায়ক রাহানেই৷
advertisement
advertisement
advertisement