আরও পড়ুন: মিনিটখানেকের ধ্বংসলীলায় বিধ্বস্ত জলপাইগুড়ির আবহাওয়া এখন কেমন?
স্থানীয় সূত্রে জানতে পারা যায়, এদিন তপসিতলা এলাকার স্থানীয় এক ব্যক্তি মাছ ধরতে জলঢাকা নদীতে যান। আচমকাই তিনি জালে আটকে থাকতে দেখেন এক মহিলার মুণ্ডহীন দেহ। আতঙ্কিত হয়ে পড়েন তিনি। দ্রুত তিনি এলাকার লোকেদের ডেকে আনেন। তারপর স্থানীয়রা খবর পাঠান ঘোকসাডাঙা থানায়। তবে এলাকাটি মাথাভাঙা ২ ও ১ নং ব্লকের ফুলবাড়ির তপসিতলা এবং গিলাডাঙার মাঝে। তাই এলাকাটি মাথাভাঙা থানার অন্তর্গত। সেজন্য পরবর্তীতে মাথাভাঙা থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
advertisement
আরও পড়ুন: গঙ্গায় সাক্ষাৎ মৃত্যুদূত, ভয়ে কাঁটা এলাকাবাসী! মালদহের মানিকচক জুড়ে শোরগোল
পুলিশ সূত্রে জানা যায়, নদীটির যেই এলাকা থেকে মহিলার দেহ উদ্ধার হয়েছে। ওই এলাকাটি মাথাভাঙা থানার অন্তর্গত। তাই ঘোকসাডাঙা থানায় খবর পাঠানো হলেও ঘটনাস্থলে মাথাভাঙা থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠানো হয়। গোটা ঘটনার একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তবে নদী থেকে আচমকাই এভাবে মুণ্ডুহীন দেহ উদ্ধার। এই ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
Sarthak Pandit