Malda: গঙ্গায় সাক্ষাৎ মৃত্যুদূত, ভয়ে কাঁটা এলাকাবাসী! মালদহের মানিকচক জুড়ে শোরগোল
- Reported by:Sebak Deb Sarma
- Published by:Debamoy Ghosh
Last Updated:
কুমিরের কোনওরকম ক্ষতি করবেন না। মাইকে প্রচার পুলিশ ও বনদপ্তরের।
মালদহ: গঙ্গা পাড়ে হই হই কাণ্ড মালদহে। মালদহের মানিকচকে গঙ্গা নদীতে দেখা মিলেছে কুমিরের। নদীবক্ষে ঘোরাফেরা করার সময় অন্তত সাত – আট ফুটের কুমিরকে ভেসে বেড়াতে দেখেন জেলে এবং মাঝিরা। অনেকে নিরাপদ দূরত্ব থেকে সেই ছবি মোবাইল ক্যামেরাবন্দি করেন। খবর চাউর হতেই রীতিমতো হইচই পড়ে যায় এলাকা জুড়ে। কুমির দেখতে বহু মানুষ ভিড় করেন নদীর পাড়ে। গঙ্গায় কুমিরের দেখা মেলায় স্বভাবতই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়ায়৷
ঘটনার খবর পৌঁছয় মানিকচক থানার পুলিশ এবং বন দফতরের কাছে। খবর পেয়ে রাত থেকেই মানিকচক থানার পুলিশ ও প্রশাসন এবং বন দফতরের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে সতর্ক করা হয়েছে। নদীতে নেমে স্নান করা এবং গরু, ছাগল নদীতে যাতে না নামে সে বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
মঙ্গলবার মানিকচক থানার পুলিশ এবং বন দফতরের আধিকারিক ও কর্মীরা মানিকচক ঘাটে মাঝি এবং নদীতে স্নান করতে আসা মানুষকে কুমিরের বিষয়ে সতর্ক করেন। পাশাপাশি নৌকাতে করে গঙ্গা নদীতে টহলদারি চালান সতর্ক করেন কর্মীরা। নদীতে ফের কুমির দেখা গেলে প্রয়োজনীয় সতর্কতা যাতে মেনে চলেন এবং তৎক্ষণাৎ প্রশাসনের সহায়তা নেন সেই বিষয়ে এ দিন সচেতন করা হয় সাধারণ মানুষজনকে।
advertisement
advertisement
তবে দিনভর নদীতে টহলদারি চালালেও আর সেই কুমিরকে দেখা যায়নি। বন দফতর সূত্রে খবর, কুমিরটি বিহারের দিক থেকে মানিকচকের দিকে এসে থাকতে পারে। উজানের দিকে কুমিরটিকে যেতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। তবে, কমিরটি বর্তমানে ঠিক কোন এলাকায় রয়েছে বা ঘোরাফেরা করছে তা এখনও স্পষ্ট নয়।এ দিকে কুমির আতঙ্কে নদীর পাড়ে লোকজনের আনাগোনা কমেছে। গঙ্গা নদীতে অন্যান্য দিনের মতো স্নান বা দৈনন্দিন প্রয়োজনে নদীতে মানুষজনকে নামতে দেখা যায়নি।
advertisement
অনেকেই এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বন দফতর সূত্রে খবর, আরও কয়েকদিন ওই কুমিরের গতিবিধি নজর করতে গঙ্গা নদীতে টহলদারি চালানো হবে।বন দফতরের মালদহের ডিএফও জিজু জেসফার বলেন, ‘লোক মুখে কুমিরের উপস্থিতির কথা শোনা গিয়েছে। সেই মতো নজরদারি চালানো হচ্ছে। কুমির নদীতে থাকলে তা যাতে মানুষের দ্বারা কোনওভাবে ক্ষতিগ্রস্ত না হয় অথবা কুমিরও সাধারণ মানুষের কোনও ক্ষতি করতে না পারে, এজন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 03, 2024 12:31 AM IST







