SBI Share: ১৯৯৪ সালে ৫ হাজারে কেনা SBI শেয়ার, হঠাৎ খুঁজে পেলেন চিকিৎসক! ঘরে এল কত লক্ষ?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
নিজের এই অপ্রত্যাশিত অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন চণ্ডীগড়ের বাসিন্দা তন্ময় মোতিলাল নামে ওই চিকিৎসক৷
চণ্ডীগড়: ১৯৯৪ সালে কেনা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিছু শেয়ার৷ কারও অজান্তেই তা বাড়িতে পড়েছিল৷ আর তিরিশ বছর আগে মাত্র ৫০০০ টাকায় কেনা সেই শেয়ারগুলির বিক্রি করেই কয়েক লক্ষ টাকা ঘরে তোলার সুযোগ পেয়ে গেলেন চণ্ডীগড়ের এক চিকিৎসক৷ এই ঘটনাই আরও একবার দেখিয়ে দিল, গত কয়েক দশকে কীভাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছে টাকার মূল্য৷
নিজের এই অপ্রত্যাশিত অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন চণ্ডীগড়ের বাসিন্দা তন্ময় মোতিলাল নামে ওই চিকিৎসক৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আমার দাদু-ঠাকুমা ৫০০০ টাকার বিনিময়ে ১৯৯৪ সালে এসবিআই-এর কিছু শেয়ার কেনেন৷ তার পর সেগুলির কথা ভুলেও যান৷ সত্যি কথা বলতে, তাঁরা কেন ওই শেয়ারগুলি কিনেছিলেন, তাও তাঁরা মনে করতে পারছেন না৷’
advertisement
advertisement
ওই শেয়ারগুলির সঙ্গেই প্রয়োজনীয় সার্টিফিকেটও খুঁজে পান ওই চিকিৎসক৷ এর পরই শেয়ারগুলিকে ডিম্যাটে বদল করার জন্য পাঠান তিনি৷
The power of holding equity 😊
My Grand parents had purchased SBI shares worth 500 Rs in 1994.
They had forgotten about it. Infact they had no idea why they purchased it and if they even hold it.I found some such certificates while consolidating family’s holdings in a… pic.twitter.com/GdO7qAJXXL
— Dr. Tanmay Motiwala (@Least_ordinary) March 28, 2024
advertisement
ওই চিকিৎসকের করা এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি৷ প্রায় প্রত্যেকেই জানতে চান, বর্তমানে ওই শেয়ারগুলির বাজারমূল্য কত? জবাবে ওই চিকিৎসক জানান, ডিভিডেন্ড বাদ দিয়ে শেয়ারগুলির বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা৷
ওই চিকিৎসক অবশ্য এক্স হ্যান্ডেলে তাঁর প্রথম পোস্টে দাবি করেছিলেন, ওই শেয়ারগুলি ৫০০ টাকার বিনিময়ে কেনা হয়েছিল৷ পরে অবশ্য ভুল শুধরে নিয়ে তিনি জানান, ৫০০ নয়, ৫০০০ টাকার বিনিময়ে শেয়ারগুলি কেনা হয়৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 02, 2024 11:25 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SBI Share: ১৯৯৪ সালে ৫ হাজারে কেনা SBI শেয়ার, হঠাৎ খুঁজে পেলেন চিকিৎসক! ঘরে এল কত লক্ষ?