আঞ্চলিক এই সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মালদহ কলেজ ময়দানে এই মেলা চলবে। বিক্রেতা কোয়েল রায় বলেন, রাজ্য সরকারের ভাল উদ্যোগ। আমরা এখানে বিক্রি সুযোগ পাচ্ছি। আমাদের প্রচার হচ্ছে।
advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ১১টি জেলার মোট ৭ হাজার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই মেলায় অংশ নিয়েছেন। ৬৫টি স্টল রয়েছে মেলাতে। বিভিন্ন ধরনের হস্ত প্রদর্শনী, ঘরোয়া শিল্প, খাওয়ারের স্টল রয়েছে এই মেলায়। সম্পূর্ণ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বিভিন্ন ধরনের ঘরোয়া সামগ্রী এই মেলায় নিয়ে হাজির হয়েছেন। তমালি দত্ত বলেন, আমি নিজেই তৈরি করি। বিক্রির সুযোগ করে দিচ্ছে সরকার। এটা খুব ভাল উদ্যোগ।
আরও পড়ুন: বরফের মতো গলবে চর্বি! ঝরবে পেটের মেদ…রাতে শুধু খেতে হবে এই একটি জিনিস
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠীগুলিরদের সাবলম্বী করার ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। এরকম ভাবে যদি প্রতিটি জেলায় মেলা অনুষ্ঠিত হয়, তাহলে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতের কাজ সম্পর্কে মানুষ আরও বেশি করে জানতে পারবে। জেলায় এই ধরনের মেলা চললে অর্থনীতি উন্নয়ন বাড়বে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের উৎপাদিত সামগ্রী বিক্রির একটি প্ল্যাটফর্ম পাচ্ছেন এই মেলার মাধ্যমে।
হরষিত সিংহ