আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার দুপুর থেকেই আকাশের মুখভার ছিল। বেলা বাড়তেই জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ঝোড়ো হাওয়ার শিলা বৃষ্টি। তার সঙ্গে চারদিক অন্ধকারে ঢেকে যায়। রাস্তায় গাড়ি চলাচল করছে হেড লাইট জ্বালিয়ে।
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ KFC চিকেন দেখলেই জিভে জল আসে, কিন্তু ফুল ফর্ম জানেন কি? ৯০% মানুষই জানেন না
advertisement
ঝোড়ো হওয়ার দাপটে ডুয়ার্সের ওদলাবাড়ি পার্কের পাশে ৩১ নং জাতীয় সড়কে ওপরে পড়ে যায় বিশাল গাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের তার এবং খুঁটি। যার ফলে ওদলাবাড়ি এলাকায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে। জাতীয় সড়কে গাছ পড়ে যাওয়ায় যায় চলাচল স্তব্ধ হয়ে যায়। যান চলাচল স্বাভাবিক করতে ইতিমধ্যে গাছ কাটার কাজ চলছে।
শিলা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় জেরে মাল মহকুমা জুড়েঅনেকটাই ঠান্ডা পড়েছে। বর্তমানে রাস্তাঘাট ফাঁকা রাস্তায় গাড়ি নেই বললেই চলে। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সুরজিৎ দে