প্রতি বছর কম দামে আলু বিক্রি করতে বাধ্য হওয়ায় চাষিদের মধ্যে ক্ষোভ জমে। কৃষকরা ন্যায্যমূল্যের দাবিতে আন্দোলনে নামেন বারবার। এবার সেই পরিস্থিতির কিছুটা হলেও সমাধান আনতে সরাসরি কেনার নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার। নির্দেশ অনুযায়ী, একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৭০ প্যাকেট পর্যন্ত আলু কেনা হচ্ছে এবং সঙ্গে সঙ্গেই চেকের মাধ্যমে মূল্য প্রদান করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: তারে ঝুলে নাচ, ক্লাসের বেঞ্চ দখল! পড়ুয়াদের দিন শেষ! এই স্কুলে এখন শুধুই ‘বানররাজ’
ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু জানান, “চাষিরা যাতে কোন সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করতে আমরা কাজ করছি। সরাসরি কেনার ফলে তারা মধ্যস্বত্বভোগীদের শোষণ থেকে মুক্তি পাবেন এবং ন্যায্যমূল্য নিশ্চিত হবে।” তবে কৃষকদের একাংশের দাবি, ৭০ প্যাকেটের সীমাবদ্ধতা থাকায় তারা পর্যাপ্ত লাভ পাচ্ছেন না।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক কৃষকের বক্তব্য, “আমরা যদি আরও বেশি আলু সরবরাহ করতে পারতাম, তাহলে আমাদের জন্য অনেক ভাল হত।” বর্তমানে ময়নাগুড়ি ব্লকের দুটি হিমঘরে এই আলু সংগ্রহের কাজ চলছে। কৃষকরা আশাবাদী, সরকার যদি চাহিদার ভিত্তিতে কেনার পরিমাণ বাড়ায়, তা হলে তারা প্রকৃত সুবিধা পাবেন।
সুরজিৎ দে





