Jalpaiguri News: কমছে সবুজ, বাড়ছে উষ্ণতা! পৌর উৎসবে দেওয়াল অঙ্কনে উঠে এল পরিবেশ রক্ষার বার্তা
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
Jalpaiguri News: পৌর উৎসব উপলক্ষে রবিবার জলপাইগুড়ি শহরের দিশারী মোড় সংলগ্ন এলাকায় আয়োজন করা হয় এক ব্যতিক্রমী দেওয়াল অঙ্কন প্রতিযোগিতার।
advertisement
1/5

কেউ অক্সিজেনের মাস্ক মুখে বসে আছে, কেউ আবার মাইকের জোরে শব্দে অতিষ্ট কিংবা কল-কারখানা, গাড়ির ধোঁয়ায় দূষিত পরিবেশে নিঃশ্বাস নেওয়াই হচ্ছে দুষ্কর! না, এ কোনও এলাকার ঘটনা নয় ঠিকই... তবে ভবিষ্যতে এই ছবি যাতে সমাজের বাস্তব চিত্র না হয় তার জন্যেই সচেতনতার অভিনব উদ্যোগ! ভাবছেন কীভাবে? জলপাইগুড়িতে পরিবেশ সচেতনতার বার্তা দিতে রঙের ছোঁয়া।
advertisement
2/5
পৌর উৎসবে অভিনব দেওয়াল অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আজ । আবহাওয়ার ক্রমাগত পরিবর্তনের প্রভাব পড়ছে প্রকৃতি ও পরিবেশে। একসময়ের ঘন সবুজে মোড়া জলপাইগুড়ি শহর ও সংলগ্ন গরুমারা জঙ্গলের চেনা রূপ আজ অনেকটাই বদলে যাচ্ছে। কমছে গাছের সংখ্যা, বাড়ছে উষ্ণতা বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব নিয়ে বাড়ছে উদ্বেগ। এই বাস্তব পরিস্থিতিকে সামনে রেখেই পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল জলপাইগুড়ি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ড কমিটি।
advertisement
3/5
পৌর উৎসব উপলক্ষে রবিবার জলপাইগুড়ি শহরের দিশারী মোড় সংলগ্ন এলাকায় আয়োজন করা হয় এক ব্যতিক্রমী দেওয়াল অঙ্কন প্রতিযোগিতার। পরিবেশ সংরক্ষণ ও প্রকৃতি রক্ষাই ছিল এই প্রতিযোগিতার মূল বিষয়বস্তু। ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে এবং ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন জেলা থেকে আগত একাধিক চিত্রশিল্পী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
advertisement
4/5
দেওয়াল জুড়ে শিল্পীদের তুলির আঁচড়ে ফুটে ওঠে সবুজ প্রকৃতি, বন ও নদীর ছবি। পাশাপাশি পরিবেশ দূষণ, বৃক্ষনিধন ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদের দৃশ্যও উঠে আসে শিল্পকর্মে। কোথাও প্রজাপতির উড়ান, কোথাও আবার দূষণে বিপন্ন মানব সভ্যতার প্রতিচ্ছবি রং ও রেখার মাধ্যমে স্পষ্ট বার্তা পৌঁছে যায় সাধারণ মানুষের কাছে।
advertisement
5/5
আয়োজকদের বক্তব্য, শিল্পের মাধ্যমে পরিবেশ রক্ষার গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই উদ্যোগের লক্ষ্য। পৌর উৎসবকে কেন্দ্র করে এমন সৃজনশীল কর্মসূচিতে খুশি শিল্পী ও স্থানীয় বাসিন্দারাও। পরিবেশ রক্ষার আহ্বানে জলপাইগুড়ির এই দেওয়াল অঙ্কন প্রতিযোগিতা শহরবাসীর কাছে প্রশংসিত হচ্ছে।