TRENDING:

Rhinoceros: খুশির খবর, রেকর্ড গড়ল বনদফতর, গরুমারা উদ্যানের গন্ডারের সংখ্যা বৃদ্ধি!

Last Updated:

জলপাইগুড়ি:গরুমারা জাতীয় উদ্যানে বাড়ছে গন্ডারের সংখ্যা, অবশেষে পাচার রুখতে সফল প্রশাসন! রেকর্ড গড়ল বনদফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: গরুমারা জাতীয় উদ্যানে বাড়ছে গন্ডারের সংখ্যা, অবশেষে পাচার রুখতে সফল প্রশাসন! রেকর্ড গড়ল বনদফতর। জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যানে আশার আলো— ক্রমশ বাড়ছে গন্ডারের সংখ্যা। ২০২২ সালের পর থেকে গন্ডারের সংখ্যা ৫৫ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬১-তে।
advertisement

গোরুমারা বন্যপ্রাণ বিভাগের ডি এফ ও দ্বিজপ্রতীম সেন জানিয়েছেন, বর্তমানে উদ্যানে ২৭টি স্ত্রী ও ১৭টি পুরুষ গন্ডার রয়েছে। বাকি ১৭টি গন্ডারের লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়নি। বনদফতর সূত্রে জানা গিয়েছে, গরুমারায় গন্ডারের বংশবৃদ্ধির প্রধান কারণ হল উদ্যানের উপযুক্ত পরিবেশ ও প্রশাসনের কড়া নজরদারি। প্রতি ১.৫৯টি স্ত্রী গন্ডারের পিছু ১টি পুরুষ গন্ডারের উপস্থিতি গন্ডারের প্রজননের পক্ষে অত্যন্ত ভাল  বলে জানিয়েছেন বনাধিকারিকেরা। এর ফলে ভবিষ্যতে আরও গন্ডারের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশা করছেন বনদফতরের আধিকারিকরা।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

এই সাফল্যের নেপথ্যে বনদফতর, প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগ রয়েছে। ২০১৮ সালের পর থেকে গরুমারায় বন্যপ্রাণ পাচারের কোনও ঘটনা ঘটেনি, যা এক ঐতিহাসিক রেকর্ড। বনদফতরের কঠোর নজরদারি এবং সচেতনতার কারণে পাচারকারীরা কার্যত হার মেনেছে! বাড়ছে গভীর জঙ্গলের সৌন্দর্য!

advertisement

View More

আরও পড়ুনHowrah Station: কমে যাবে হাওড়া স্টেশনের ভিড়, আর হবে না ঠেলাঠেলি, আপনাদের স্বস্তির জন্য বড় ভাবনাচিন্তা রেলের!

ডুয়ার্সের অন্যতম আকর্ষণ গরুমারা জাতীয় উদ্যান, যেখানে গন্ডারের পাশাপাশি হাতি, বাইসন, হরিণসহ নানা বন্যপ্রাণীর বাস। গন্ডারের সংখ্যা বৃদ্ধি শুধুমাত্র প্রকৃতির ভারসাম্য রক্ষাই নয়, পর্যটন শিল্পের জন্যও অত্যন্ত ইতিবাচক। আগামী দিনে এই প্রবণতা বজায় থাকলে গরুমারা জাতীয় উদ্যান ভারতের অন্যতম সফল সংরক্ষিত অভয়ারণ্যে পরিণত হবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Rhinoceros: খুশির খবর, রেকর্ড গড়ল বনদফতর, গরুমারা উদ্যানের গন্ডারের সংখ্যা বৃদ্ধি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল