Howrah Station: কমে যাবে হাওড়া স্টেশনের ভিড়, আর হবে না ঠেলাঠেলি, আপনাদের স্বস্তির জন্য বড় ভাবনাচিন্তা রেলের!
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
যাত্রী চাপ নিয়ন্ত্রণ করতে আরও বাড়ান হচ্ছে প্ল্যাটফর্ম সংখ্যা। তার সত্বেও নিয়ন্ত্রণ করা অসম্ভব প্রায়। যত সময় যাচ্ছে আরও ব্যস্ততা বাড়ছে হাওড়া স্টেশনে।
হাওড়ার স্টেশনের চাপ কমাতে বিকল্প হতে পারে শালিমার স্টেশন! ঢেলে সাজানো হচ্ছে শালিমার স্টেশন। প্রতিদিন ১ মিলিয়নেরও বেশি মানুষ যাতায়াত করে হাওড়া স্টেশনের মাধ্যমে। প্রতিদিন ২৫০ এর বেশি মেল বা এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে। ৫০০ এর বেশি ইএমইউ ট্রেন। এবং বহু মাল গাড়ি যাতায়াত। সব মিলিয়ে প্রায় ১০০০ এর বেশি ট্রেন আসে হাওড়া স্টেশনে। সারা দেশের ব্যস্ততম রেলস্টেশন হল হাওড়া। (রাকেশ মাইতি)
advertisement
প্রাচীন এই রেল স্টেশনে ২৩ টি প্ল্যাটফর্ম রয়েছে। অসংখ্য ট্রেন লোকাল কিংবা দূর পাল্লা ট্রেন আসা যাওয়ায় সময়ের হেরফের হচ্ছে। এই স্টেশন পূর্ব রেলের অধীনে হলেও এই স্টেশন থেকে দক্ষিণ পূর্ব-রেলের একাধিক দূরপাল্লার ট্রেন চলাচল করে। স্টেশনের তুলনায় ট্রেনের সংখ্যা এতটাই বেশি। স্টেশনে ঢোকার সময় অপেক্ষা করতে হয়। যে কারণে ট্রেনে থাকা যাত্রীরা অধৈর্য হয়ে পড়েন।
advertisement
যাত্রী চাপ নিয়ন্ত্রণ করতে আরও বাড়ান হচ্ছে প্ল্যাটফর্ম সংখ্যা। তার সত্বেও নিয়ন্ত্রণ করা অসম্ভব প্রায়। যত সময় যাচ্ছে আরও ব্যস্ততা বাড়ছে হাওড়া স্টেশনে। এবার হাওড়া স্টেশনের চাপ কমাতে সেজে উঠছে শালিমার রেলস্টেশন। হাওড়া স্টেশনের খুব কাছেই সেজে উঠছে বিকল্প স্টেশন হিসেবে। স্টেশনটি ছোট ছিল, অল্প কিছু ট্রেন যাতায়াত করত। যার মধ্যে অধিকাংশ পণ্যবাহী ট্রেন। হাওড়া স্টেশনের চাপ কমাতে বেছে নেওয়া হয়েছে এই স্টেশনকে। গুরুত্ব রেখে দ্রুত কাজ এগোচ্ছে।
advertisement
শালিমার স্টেশনে প্লাটফর্মের সংখ্যা বাড়ানোর পাশাপাশি একাধিক ফুট ওভারব্রিজ উন্নত মানের পার্কিং এবং সাবওয়ে বা আন্ডারপাস তৈরির মত একগুচ্ছ পরিকল্পনা। সুসজ্জিত একটি স্টেশনে রূপান্তরিত হচ্ছে শালিমার স্টেশন। মূলত শালিমার স্টেশন পণ্য পরিবহণ স্টেশন হিসেবে গড়ে তোলা হয়েছিল। এবার হাওড়া স্টেশনের বিকল্প হিসাবে যাত্রী পরিষেবা দেবে। শালিমার স্টেশন বিশ্বমানের পরিকাঠাময় সেজে উঠছে। যাত্রীদের কথা মাথায় রেখে নয়া টিকিট কাউন্টার, লিফ্ট, এসক্যালেটর, ট্রাভেলেটর, র্যাম্প সহ বহু আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হচ্ছে শালিমার স্টেশনে।
advertisement
advertisement









