সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান,”ইতিমধ্যেই বেশ কয়েকটি নতুন দূরপাল্লার রকেট বাস আনা হয়েছে যাত্রীদের ভাল পরিষেবা দেওয়ার জন্য। সেই নতুন রকেট বাসগুলো কোচবিহার-কলকাতা এবং শিলিগুড়ি-কলকাতা রুটে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আগের বাতানুকূল রকেট বাস বাসগুলি এখন আর চালানো হচ্ছে না। সেগুলি বর্তমান সময়ে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিলোমিটার প্রতি মাত্র ৫৪ টাকার বিনিময়ে যে কেউ এই বাতানুকূল রকেট বাস ভাড়া নেওয়ার জন্য আবেদন করতে পারবেন”।
advertisement
সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় আরও জানান,”বিয়েবাড়ি বা কোনও অনুষ্ঠানের জন্য সংস্থার বাস আগে থেকেই ভাড়া দেওয়া হত। কিন্তু, বাতানকুল রকেট বাস এতদিন ভাড়া দেওয়া হতো না। বিয়েবাড়ি বা অন্য অনুষ্ঠানগুলিতে বাতানুকূল রকেট বাসের চাহিদা থাকে সবসময়। তাই সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে বাতানকুল রকেট বাস ভাড়া নিতে পারবেন সাধারণ মানুষ।”
সংস্থার এই উদ্যোগকে সাধারণ মানুষ অনেকটাই সাধুবাদ জানিয়েছেন। বিষয়টি নিয়ে শহরের এক বাসিন্দা উত্তম আচার্য জানান,”এতদিন বিয়েবাড়ি কিংবা অনুষ্ঠানের জন্য বেশিরভাগ বেসরকারি বাস ভাড়া নিতে হতো। সেক্ষেত্রে ভাড়া অনেকটাই বেশি পড়ত। তবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সাধারণ বাসও ভাড়া পাওয়া যেত। তবে সেগুলি বাতানকুল রকেট বাস ছিল না। এবার থেকে বাতানুকূল রকেট বাস ভাড়া পাওয়া যাবে। তাও আবার স্বল্প খরচেই। এই সুযোগ পেলে অনেকটা সুবিধা হবে সাধারণ মানুষের।”
আরও পড়ুনঃ KKR News: কেকেআর নিচ্ছে ৫ ভারতীয় বোলারকে! পেস ও স্পিন বিভাগে মেগা চমক!
বেসরকারি বাস ভাড়া নেওয়ার ক্ষেত্রে বাসের ভাড়া অনেকটাই সমস্যায় ফেলতো বহু মানুষকে। তবে এবার থেকে সরকারি বাস বাতানকুল রকেট বাস ভাড়া পেলে অনেকটাই সুবিধা পাবেন সাধারণ মানুষ। তাই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের এই সিদ্ধান্তে খুশি জেলার বহু মানুষ। এবার থেকে বিয়েবাড়ি বা অন্য যেকোনোও অনুষ্ঠানের ক্ষেত্রে রাস্তায় দেখতে পাওয়া যাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাতানুকূল রকেট বাস।
Sarthak Pandit