TRENDING:

Goverment Bus on Rent: অনুষ্ঠান বাড়ির জন্য ভাড়ায় মিলবে সরকারি এসি রকেট বাস! খরচও অনেক কম! জানুন পদ্ধতি

Last Updated:

Goverment Bus on Rent: কিলোমিটার প্রতি মাত্র ৫৪ টাকার বিনিময়ে যে কেউ এই বাতানুকূল রকেট বাস ভাড়া নেওয়ার জন্য আবেদন করতে পারবেন যেকোনও মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: বিয়েবাড়ি, পিকনিক বা অন্য কোনও অনুষ্ঠানে এবার থেকে ভাড়া পাওয়া যাবে সরকারি বাস। তবে যেমন তেমন বাস নয় একেবারে বাতানকুল রকেট বাস। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বাতানুকূল রকেট বাস ভাড়া দেবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে। এজন্য প্রাথমিকভাবে দুটি বাতানুকূল রকেট বাসকে চিহ্নিতও করা হয়েছে।
advertisement

সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান,”ইতিমধ্যেই বেশ কয়েকটি নতুন দূরপাল্লার রকেট বাস আনা হয়েছে যাত্রীদের ভাল পরিষেবা দেওয়ার জন্য। সেই নতুন রকেট বাসগুলো কোচবিহার-কলকাতা এবং শিলিগুড়ি-কলকাতা রুটে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আগের বাতানুকূল রকেট বাস বাসগুলি এখন আর চালানো হচ্ছে না। সেগুলি বর্তমান সময়ে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিলোমিটার প্রতি মাত্র ৫৪ টাকার বিনিময়ে যে কেউ এই বাতানুকূল রকেট বাস ভাড়া নেওয়ার জন্য আবেদন করতে পারবেন”।

advertisement

সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় আরও জানান,”বিয়েবাড়ি বা কোনও অনুষ্ঠানের জন্য সংস্থার বাস আগে থেকেই ভাড়া দেওয়া হত। কিন্তু, বাতানকুল রকেট বাস এতদিন ভাড়া দেওয়া হতো না। বিয়েবাড়ি বা অন্য অনুষ্ঠানগুলিতে বাতানুকূল রকেট বাসের চাহিদা থাকে সবসময়। তাই সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে বাতানকুল রকেট বাস ভাড়া নিতে পারবেন সাধারণ মানুষ।”

advertisement

সংস্থার এই উদ্যোগকে সাধারণ মানুষ অনেকটাই সাধুবাদ জানিয়েছেন। বিষয়টি নিয়ে শহরের এক বাসিন্দা উত্তম আচার্য জানান,”এতদিন বিয়েবাড়ি কিংবা অনুষ্ঠানের জন্য বেশিরভাগ বেসরকারি বাস ভাড়া নিতে হতো। সেক্ষেত্রে ভাড়া অনেকটাই বেশি পড়ত। তবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সাধারণ বাসও ভাড়া পাওয়া যেত। তবে সেগুলি বাতানকুল রকেট বাস ছিল না। এবার থেকে বাতানুকূল রকেট বাস ভাড়া পাওয়া যাবে। তাও আবার স্বল্প খরচেই। এই সুযোগ পেলে অনেকটা সুবিধা হবে সাধারণ মানুষের।”

advertisement

View More

আরও পড়ুনঃ KKR News: কেকেআর নিচ্ছে ৫ ভারতীয় বোলারকে! পেস ও স্পিন বিভাগে মেগা চমক!

বেসরকারি বাস ভাড়া নেওয়ার ক্ষেত্রে বাসের ভাড়া অনেকটাই সমস্যায় ফেলতো বহু মানুষকে। তবে এবার থেকে সরকারি বাস বাতানকুল রকেট বাস ভাড়া পেলে অনেকটাই সুবিধা পাবেন সাধারণ মানুষ। তাই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের এই সিদ্ধান্তে খুশি জেলার বহু মানুষ। এবার থেকে বিয়েবাড়ি বা অন্য যেকোনোও অনুষ্ঠানের ক্ষেত্রে রাস্তায় দেখতে পাওয়া যাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাতানুকূল রকেট বাস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Goverment Bus on Rent: অনুষ্ঠান বাড়ির জন্য ভাড়ায় মিলবে সরকারি এসি রকেট বাস! খরচও অনেক কম! জানুন পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল