গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযানে চালিয়ে বনবিভাগের ভল্কা রেঞ্জের বনকর্মীরা এই সাফল্য পান। বন দফতর সূত্রে জানা গিয়েছে, খবর ছিল অসমের ডিমাপুর থেকে বিহারের মতিহারির দিকে অবৈধভাবে কাঠের তৈরি আসবাবপত্র নিয়ে যাওয়া হচ্ছে। দীর্ঘ আট ঘণ্টার গোপন অভিযানে অবশেষে সাফল্য পাওয়া যায়। অসমের সীমানা পার করে পশ্চিমবঙ্গের সীমানায় গাড়িটি প্রবেশের পরই তার পিছু নেয় বনকর্মীরা।
advertisement
আরও পড়ুন: কৃষক ও মৎস্যজীবীদের লাগাতার আন্দোলনের কাছে নতি স্বীকার জাতীয় সড়ক কর্তৃপক্ষের
এদিকে গাড়ির চালক বনকর্মীদের গতিবিধি বুঝতে পেরে বারবিশা এলাকায় জাতীয় সড়কের উপর গাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরপর বনকর্মীরা গাড়িটি বাজায়াপ্ত করেন। সেখান থেকে উদ্ধার হয় আটটি বক্স খাট, দুটি সোফা, দুটি ড্রেসিং টেবিল, বারোটি অসম্পূর্ণ দরজার চৌকাঠ । এছাড়াও সেগুন কাঠের তক্তা উদ্ধার হয় ৭০ সিএফটি। সবমিলিয়ে উদ্ধার হওয়া কাঠের পরিমান ৩৫০ সিএফটি। যার অনুমানিক বাজার মূল্য ২০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
অনন্যা দে